Friday, December 27, 2024
spot_img
More

    নারায়ণগঞ্জের মানুষ গডফাদার শামীম ওসমান বাহিনীর অস্ত্র উদ্ধার ও তাদের দোসরদের বিচার চায় : সাবেক এমপি গিয়াসউদ্দিন

    সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আমরা বিগত ১৬টি বছর বিএিনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। এখন এ দেশের মানুষ দেশনায়ক তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। তিনি দেশে কখন আসবেন। তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষ গডফাদার শামীম ওসমান বাহিনীর অস্ত্র উদ্ধার ও তাদেও দোসরদেও বিচার চায়।
    বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে শহীদ জিয়া হল প্রাঙ্গনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ও মহানগর জাসাস আয়োজিত এক সমাবেশে একথা বলেন তিনি। নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রেীয় জাসাসের যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপি নেতা আনিসুল ইসলাম সনি, জেলা আইনজীবী ফোরাম ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবির। বক্তব্য রাখেন, বিএনপি নেতা আবদুস সবুর সেন্টু, এডভোকেট জাকির হোসেন, জেলা জাসাসের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, জাসাস নেতা মাহবুব মোল্লা প্রমুখ।
    তিনি বলেন, আপনারা জানেন স্বৈরাচারী সরকার এদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। নারায়ণগঞ্জের গডফাদার এমন কোন জায়গা নেই যেখান থেকে টাকা পাচার করেনি। আজ তারা বিদেশ থেকে সেসকল টাকা দিয়ে ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই তাদের অবশ্যই বিচার করতে হবে এবং এসকল পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে।
    তিনি আরও বলেন, যানজটের কারণে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। যারা পুলিশ ও ট্রাফিকের দায়িত্বে আছে তাদের এগিয়ে আসতে হবে। জনগণ যেন এর থেকে পরিত্রাণ পান। আজ চাঁদাবাজ নেই তাহলে কেন দ্রব্যমূল্য এত বেশি কেন। এটা নিয়ে প্রশাসন কাজ করবে বলে আমরা আশা করি। নারায়ণগঞ্জের গডফাদারের বাহিনী কীভাবে আন্দোলনকারীদের বুকে গুলি চালিয়েছে আপনারা দেখেছেন। তাই মানুষ সবার আগে সেসকল অস্ত্রধারীদের বিচার চায়। অস্ত্রধারীদের অস্ত্র তুলে না নেয়া পর্যন্ত মানুষের জানমালের নিরাপত্তা নেই।
    মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জবাসী তাদের সুখে দুঃখে পুলিশকে পাশে চায়। নারায়ণগঞ্জে পাঁচ তারিখের পর এতগুলো মামলা হয়েছে। এসকল মামলা কেন পুলিশ নিল আমরা জানি না। মানুষ ভাবছে আমরা হয়ত ক্ষমতায়, আমরা হয়ত এসকল মামলা দিয়েছি। এসকল কাজে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। নারায়ণগঞ্জের রাজনীতিবিদদের শপথ নিতে হবে। আমাদের ভাল ও সৎ মানুষদের নিয়ে দল গঠন করতে হবে। অসৎ মানুষকে দলে নেয়া যাবে না। ক্ষমতা চিরদিন থাকে না তবে ক্ষমতায় থাকার সময়কার সময় ইতিহাস হয়ে থাকে। তাই আমরা ভাল মানুষগুলোকে নিয়ে দল গঠন করবো।
    তিনি আরো বলেন, আজ দেশের মানুষের বহুবিধ প্রত্যাশা জন্ম নিয়েছে। ঠিক যেমন জন্ম নিয়েছিল ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে। জুলাই আগষ্টে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। স্বৈরাচারের দোসররা কী নির্যাতন করেছে আমাদের ওপর আপনারা জানেন। কত মানুষকে পঙ্গু করে দিয়েছে, মামলা দিয়ে জেলে নিয়েছে আপনারা জানেন। নারায়ণগঞ্জের গডফাদারের বাহিনী কীভাবে আন্দোলনকারীদের বুকে গুলি চালিয়েছে আপনারা দেখেছেন। তাই মানুষ সবার আগে সেসকল অস্ত্রধারীদের বিচার চায়। অস্ত্রধারীদের অস্ত্র তুলে না নেয়া পর্যন্ত মানুষের জানমালের নিরাপত্তা নেই। আপনারা জানেন স্বৈরাচারী সরকার এদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। নারায়ণগঞ্জের গডফাদার এমন কোন জায়গা নেই যেখান থেকে টাকা পাচার করেনি। আজ তারা বিদেশ থেকে সেসকল টাকা দিয়ে ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই তাদের অবশ্যই বিচার করতে হবে এবং এসকল পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে। সংবাদ প্রকাশঃ =০৭-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments