Wednesday, January 22, 2025
spot_img
More

    শিক্ষক বাতায়নে দেশ সেরা উদ্ভাবনী শিক্ষক নির্বাচিত হলেন ঝিনাইদহের টুটুল

    সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি-====================
    একটি শিশুর হৃদয়ের যাদু, বিষ্ময়, রহস্য এবং নির্দোষতা হল সৃজনশীলতার বীজ যা বিশ্বকে নিরাময় করবে কথাটি বলেছেন মাইকেল জ্যাকশন। শিক্ষক বাতায়ন হলো বাংলাদেশ সরকারের শিক্ষামূলক ডিজিটাল ওয়েবসাইট। শিক্ষকগণের মেধার উম্মেষে সারা দেশে ৬ লক্ষ ৪৭ হাজার ২শত ৮৭ জন শিক্ষক এই ওয়েবসাইটে বিষয়বস্তু আপলোড, ডাউনলোড ও পড়াশোনার সাথে জড়িত। ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার মান তরান্বিত করার জন্য প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সরকার কর্তৃক নির্ধারিত পাঠ্যপুস্তকের উপর বিষয় সামগ্রী তৈরীর মাধ্যমে শিক্ষার বিষয় আদান প্রদানের মাধ্যম হিসেবে শিক্ষক বাতায়ন কাজ করে থাকে। তারই অংশ হিসেবে এ পাক্ষিকে দেশ সেরা উদ্ভাবনী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের মরহুম হাতেম আলী শেখের পুত্র সাইদুর রহমান টুটুল। বর্তমানে তিনি সদর উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। সম্প্রতি শিক্ষক বাতায়ন বাংলাদেশ সরকারের শিক্ষামূলক ডিজিটাল ওয়েবসাইটে টুটুলের নাম প্রকাশ পায়। তিনি শিশুদের নিয়ে বিভিন্ন ধরণের আনন্দ দানের মাধ্যমে পাঠ দান করে থাকেন। প্রাক-প্রাথমিক শ্রেণী থেকেই সপ্ত-স কৌশল ব্যবহার করে বিগত দশ বছর ধরে সুন্দর হাতের লেখার শেখানোর জন্য বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন বলে জানা গেছে।
    জানা যায়, সাইদুর রহমান টুটুল ২০০৬ সালে প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদান করে। ২০১৮ সালে শিক্ষক বাতায়ন অ্যাম্বাসেডর শিক্ষক হিসেবে নিযুক্ত হন এবং ২০১৯ সালে শিক্ষক বাতায়নে দেশ সেরা কনটেন্ট নির্মাতা হয়েছিলেন। একই বছরে প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তিনি ঝিনাইদহসহ সারা দেশে শিক্ষকদের আইসিটি সেবা সহযোগিতা করে থাকেন।
    এ ব্যাপারে শিক্ষক সাইদুর রহমান টুটুল জানান, প্রাক-প্রাথমিক শ্রেণীতে খেলাধুলা, পড়া ও অন্যান্য কাজের পাশাপাশি লেখা শুরুর কৌশলের দিকে শিক্ষককে অবশ্যই দৃষ্টি দিতে হয়। আর সে লক্ষ্যেই আমি শ্রেণি কক্ষে নিজ উদ্যোগের পাশাপশি অভিভাবকদের সহায়তায় সুন্দর হাতের লেখার কৌশলের উপর বিশেষ জোর দেই। বিশেষ জোর দেওয়ার কারণেই শ্রেণি কক্ষের প্রায় শতভাগ শিশুর হাতের লেখা সুন্দর হয়ে থাকে। তিনি আরও জানান, শিক্ষা জীবনের শুরু থেকেই যদি শিক্ষার্থীরা বর্ণের সপ্ত-স মেনে লেখা আয়ত্ব করতে পারে তাহলে তাদের পরবর্তী শ্রেণিতে সুন্দর হাতের লেখায় কোন অনিহা বা অনাগ্রহ দেখা দেবে না বরং অনুশীলন অব্যাহত রাখার চেষ্টা করবে এবং তাদের হাতের লেখা সুন্দর হবে। সংবাদ প্রকাশঃ =০৬-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments