সিটিভি নিউজ।। কুমিল্লায় ফ্ল্যাটবাড়ী বিক্রি করে বুঝিয়ে না দিয়ে একই ফ্ল্যাট আবার অন্যের কাছে বিক্রির অভিযোগে কুমিল্লা জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট কোর্টে মামলা হয়েছে। মামলার বাদী হলেন মোঃ ছাদেক। মামলার আইনজীবী মোহাম্মদ আবদুর রহিম সাংবাদিকদের জানান, প্রমোটর ডেভেলাপারের কাছ থেকে কুমিল্লা মহানগরীর মদিনা মসজিদ রোডস্থ মাত্রা মোমেনা বিলাস হোল্ডিং নং ১৪০ ২নং কান্দিরপাড় ঠাকুর পাড়া এলাকায় ২টি ফ্ল্যাট ক্রয় করেন ছাদেক মিয়ার পুত্র নূরে জালাল রাজু। নূরে জালাল রাজু মাত্রা মোমেনা বিলাস এর ২য়তলায় একটি এবং ৭ম তলায় ১১৯৩ বর্গফুটের একটি ফ্লাট ৫১লাখ ৩৩ হাজার টাকা মূল্য নির্ধারনে ক্রয় করেন। ইতোমধ্যে ৪১লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু নূরে জালাল রাজু হার্ট এটাকে ইন্তেকাল করলে তার পিতা মাতা ওয়ারিশ হিসেবে এই ফ্লাটটি বুঝে নেয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু বিবাদীগণ নানান অজুহাতে টালবাহানা ও সময় ক্ষেপন করতে থাকে। পরে মামলার বাদী ছাদেক মিয়া কুমিল্লা জজকোর্টে র আইনজীবী মোহাম্মদ আবদুর রহিম ভুইয়ার কাছে আইনী সহায়তা চাইলে আইনজীবী বিবাদীদেরকে উকিল নোটিশ জারি করেন। পরবর্তিতে বিষয়টি সমাধান না হলে আইনজীবী আজ ৬ নভেম্বর কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোটে একটি মামলা দায়ের করেন। মামলার বিবাদীগণ হলেন ১। মোস্তফা জামাল তুষার মাত্রা লিভিং লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মাত্রা মোমেনা বিলাস, হোল্ডিং নং-১৪০ মদিনা মসজিদ রোড (মৃনালিনী দত্ত ছাত্রী হোস্টেল রোড), ২য় কান্দিরপাড়
থানা- কোতয়ালী, জেলা-কুমিল্লা। ২। মফিজুর রহমান কিরণ পিতা-মৃত আবিদ উল্লাহ মাতা মৃতঃ মমিনা খাতুন====মাত্রা মোমেনা বিলাস, হোল্ডিং নং-১৫০। মদিনা মসজিদ রোড (মুনালিনী দত্ত হাত্রী হোস্টেল রোড), ২য় কান্দিরপাড় খানা- কোতয়ালী, জেলা-কুমিল্লা।
৩। মোঃ আকরামুল হক ম্যানেজিং ডিরেক্টর আফসু ডেভেলোপারস লিঃ, সাং-৩৩৯/কালিয়াজুড়ী বর্তমান ঠিকানা-নানুয়াদীঘির (দক্ষিণপাড়) থানা- কোতয়ালী, জেলা-কুমিল্লা। । মামলার বাদী ছাদেক মিয়া সাংবাদিকদের জানান,তার মরহুম পুত্র নূরে জালাল রাজু মাত্রা মোমেনা বিলাস এর ৭ম তলায় ১১৯৩ বর্গফুটের একটি ফ্লাটটি ক্রয় করে ৪১লাখ টাকা পরিশোধ করেন পরবর্তি
তে তিনি বকেয়া টাকা পরিশোধ করার ইচ্ছা প্রকাশ করে মামলার বিবাদীদের সাথে যোগাযোগ করলে তিনি জানতে পারেন তার পুত্রের মৃত্যুর পর ডেভেলাপার কোম্পানী উল্লেখিত ফ্ল্যাটটি অন্যলোকের কাছে বিক্রি করে ফেলেছেন। এমতাবস্থায় তিনি টাকা বা ফ্লাট কোনটাই পাচ্ছেন না বিধায় আদালতের আশ্রয় নেয়েছেন। বিজ্ঞবিচারক মামলাটি গ্রহন করে তদন্তের জন্য পিবিআই কে নির্দেশ প্রদান করেন। সংবাদ প্রকাশঃ =০৬-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
কুমিল্লায় বিক্রিত ফ্ল্যাটবাড়ী বুঝিয়ে না দিয়ে একই ফ্ল্যাট অন্যের কাছে বিক্রির অভিযোগে মামলাদায়ের
আরো সংবাদ পড়ুন