Thursday, January 23, 2025
spot_img
More

    বরুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ পরিবারের পাশে থাকার আশ্বস্ত করলেন জেলা প্রশাসক

    সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার :সংবাদদাতা জানান==== কুমিল্লা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আমিরুল কায়সার মঙ্গলবার ৫ নভেম্বর ইপজেলা সহকারী কমিশনার (ভুমি) কার্যালয় বরুড়া থানা ভবন সহ উপজেলার বিভিন্ন সরকারি অফিস ও পৌর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

    তিনি পূর্ব নির্ধারিত উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। তার পূর্বে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত সকল বীর শহীদ ও আহদের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

    এ সময় উপস্থিত বরুড়া উপজেলার তিনজন বীর শহীদ পরিবারের সদস্যদের নিকট কুমিলা জেলা প্রশাসক নগদ অর্থ ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। মতবিনিময় সভা শেষে তিনি বরুড়া পৌরসভার অর্জুনতলায় অবস্থিত শহীদ হাফেজ মাসুদুর রহমানের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। তিনি আশ্বস্ত করে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারকে যেকোনো ধরনের সহযোগিতা করা হবে। তিনি যে কোন প্রয়োজনে তাদের পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করেন।

    মতবিনিময় সভা শেষে তিনি উপজেলা পরিষদ জামে মসজিদের পাশে একটি রঙ্গন ফুলের চারা রোপন করেন। তিনি উপজেলা নির্বাহী অফিসারকে সকলকে সাথে নিয়ে বরুড়া উপজেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।

    কুমিল্লা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আমিরুল কায়সার এর সফর সঙ্গী হিসেবে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (গোপনীয়) মোঃ ফরিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আহমেদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মহিবুস সালাম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিন হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ তরিকুল ইসলাম, বরুড়া উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসার মোঃ জালাল উদ্দিন, সহ বিভিন্ন সরাসরি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ =০৬-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments