ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ============কুমিল্লার মনোহরগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী আইরিন আক্তার এর স্বামী নুর হোসেন সেলিম (২৮) কে গ্রেফতার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। ২ নভেম্বর শনিবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কালাম এর নেতৃত্বে লক্ষীপুর জেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ৩ নভেম্বর রবিবার কুমিল্লার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। তার বাড়ি মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও গ্রামে। সে ওই গ্রামের সামছুদ্দিনের ছেলে। উল্লেখ্য ২০ অক্টোবর রাতে স্ত্রী আইরিন আক্তারকে হত্যা করে বাড়ির পাশে নদনা খালপাড়ে মাটি চাপা দেয় তার স্বামী সেলিম। পরদিন সে তার স্ত্রী নিখোঁজ বলে এলাকায় অপপ্রচার চালায়। ঘটনার ৬ দিন পর ২৭ অক্টোবর বিকালে উল্লেখিত স্থান থেকে মাটিচাপা অবস্থায় তার স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত আইরিনের ভাই সাফায়েত বাদী হয়ে তার স্বামী, শশুর, শাশুড়ী ও দেবরসহ ৫ জনকে আসামী করে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। লাশ উদ্ধারের পর একইদিনে নিহত আইরিনের শাশুড়ী সাহিদা বেগম, শশুর সামছুদ্দিন ও দেবর সুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। অবশেষে মামলার প্রধান আসামী নিহত আইরিনের স্বামী নুর হোসেন সেলিমকে তথ্য প্রযুক্তির সহায়তায় ২ নভেম্বর শনিবার দিবাগত রাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। মামলার প্রধান আসামী নুর হোসেন সেলিম এর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মনোহরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি) বিপুল চন্দ্র দে। ৩ নভেম্বর রবিবার তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর কথা জানান তিনি। এ ঘটনায় তার মা সাহেদা বেগম, বাবা সামছুদ্দিন ও ভাই সুজনসহ এ পর্যন্ত চারজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ প্রকাশঃ =০৩-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
মনোহরগঞ্জে আইরিন হত্যা মামলায় প্রধান আসামী গ্রেফতার
আরো সংবাদ পড়ুন