সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি জানান ===== ঝিনাইদহ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি শহীদুজ্জামান বেল্টু ৭৮ বছর বয়সে মারা গেছেন।
সোমবার রাত পৌনে ১২টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন তার ভাই ও একান্ত সহকারী মাসুদুর রহমান রানা।
তিনি জানান, গত রোববার সকালে শহীদুজ্জামান বেল্টু ঝিনাইদহ শহরের কলাবাগানাস্থ নিজ বাসভবনে হঠাৎ পড়ে যান। এতে তার কলার বোন ভেঙ্গে যায়। চিকিৎসা শেষে তিনি বাসায় অবস্থান করছিলেন। সোমবার বিকেল থেকে তার শরীরের অবস্থার অবনতি হতে থাকে। রাতে আরও অবনতি হয় এবং তিনি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। পরে সোমবার রাত সাড়ে ১১টায় পরিবার তাকে নিয়ে ঢাকায় চিকিৎসার জন্য রওনা হন। এ অবস্থায় তার বহনকারী অ্যাম্বুল্যান্স পোড়াহাটির তেল পাম্প পর্যন্ত পৌঁছলে তার শরীরের চরম অবনতি দেখা দিলে তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাত পৌনে ১২টায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শহীদুজ্জামান বেল্টু পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপি দলীয় মনোনয়ন নিয়ে টানা ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন।
তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এক শোক বার্তায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ দলীয় নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। সংবাদ প্রকাশঃ =২৯-১০-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=