Sunday, October 27, 2024
spot_img
More

    ফিলিস্তিনের স্বাধীনতা শীর্ষক কবিতার জন্য ইরানের রাষ্ট্রদূতের পুরস্কার লাভ করেছেন জাহাঙ্গীর

    কুমিল্লার কৃতিসন্তান অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম এর এ্যাওয়ার্ড অর্জন করেছেন।
    মনোহরগঞ্জের কৃতসন্তান ও মোহনপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক কবি মোঃ জাহাঙ্গীর আলম এ্যাওয়ার্ড অর্জন করেন। স্বাধীনতাকামী ফিলিস্তিনের মানুষের মুক্তির জন্য ওনার লেখা কবিতা ফিলিস্তিনের স্বাধীনতা” কবিতার জন্য তার এই অর্জন। ২৬ অক্টোবর শনিবার ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউট মিলনায়তনে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং জাতীয় কবিতা মঞ্চের যৌথ উদ্যোগে পোয়েট্রি ফর ফিলিস্তিন শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। কবি মাহমুদুল হাসান নিজামী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ইরানের রাষ্ট্রদূত সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সিদ্দিকুর রহমান, প্রফেসর ড. শাহ কাওসার মুস্তফা আবুলউলায়ী, বিশিষ্ট লেখক আবুল কাশেম হায়াত প্রমুখ দেশবরেণ্য ব্যক্তিবর্গ সহ দেশ-বিদেশের প্রায় পাঁচশতাধীক কবি ও গুণিজন। উল্লেখ্য যে জনাব জাহাঙ্গীর আলম এর বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলাধীন হাসনাবাদ ইউনিয়নের কাঁশই গ্রামে।

    ফিলিস্তিনের স্বাধীনতা শীর্ষক কবিতার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত কুমিল্লা মনোহরগঞ্জের কৃতিসন্তান অধ্যাপক জাহাঙ্গীর আলমকে এওয়ার্ড প্রদান করেছেন।

    ফিলিস্তিনে স্বাধীনতা

    কলমে – অধ্যাপক জাহাঙ্গীর আলম

    ফিলিস্তিন পবিত্র ভুমি, সেথায় রয়েছে মোর আস্থা
    যেথায় রয়েছে নবী-রাসুলের নিদর্শন আর মসজিদ আল-আকসা।

    গোলাবারুদ আর বোমার আঘাতে করছ ক্ষত-বিক্ষত,
    অসহায় শিশু-নারী-পুরুষের জীবন হচ্ছে হতাহত।

    কুদস-ক্রোসেডরা করেছিলো অপমান আর ধ্বংসলীলা,
    বহিরাগত ইহুদী এনে চালিয়েছে মুসলিম নিধনের হোলিখেলা।

    সাম্রাজ্যবাদীরা বিশ্বসংঘে করেছিলো ভোটেরর ব্যবস্থা,
    যারই ফলে ১৯৪৭ সালে হয় ইজরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা।।

    রাষ্ট্রীয় মদদে উচ্ছেদে চলে বারুদমিশ্রিত রাসায়নিক অস্র,
    উদবাস্তু হয়ে নিজ ভূমি ছাড়তে ফিলিস্তিনিরা হয় বাধ্য ।।

    ঘর-বাড়ি হাসপাতালে পড়ে আছে মৃত মানুষের স্তুপ,
    কোথায় মানবতা, কেন বিশ্বনেতারা করে আছে চুপ?

    জেগে উঠো মুসলিম নেতা, রক্ষা করো দ্বীন,
    তোমাদের রক্তে জন্ম হোক আইয়ুব সালাউদ্দিন।

    সাড়া দাও, গর্জে উঠো বীরের বেশে ওহে হামাস,
    তোমাদের বিজয়ে বলবো মোরা সাবাস সাবাস।।

    অন্ন-বস্র গোলাবারুদ দিয়ে করো সহায়তা,
    তবেই নিজেকে প্রমাণ করবে তুমিও বিশ্বনেতা ।

    আন্ত:বিভেদ ভুলে করো ঐক্যের প্রচেষ্টা,
    রোজ হাশরে প্রমাণ দিবে তুমিও মুসলিম নেতা।
    এ মানুষিকতা নিয়ে এনে দাও ফিলিস্তিনে স্বাধীনতা।
    সংবাদ প্রকাশঃ =২৭-১০-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments