সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : ছাত্রলীগকে নিষিদ্ধ করায় নারাণয়গঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সরকারী তোলারাম বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে তোলারাম কলেজ বিশ^বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিল নিয়ে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয় শিক্ষার্থীরা। এসময় সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছাত্রলীগ বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে তারা শহীদ মিনারে উপস্থিত সাধারণ মানুষদের মিষ্টি বিতরণ করে। মিষ্টি বিতরণ শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তব্য রাখে শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
শহীদ মিনারে সমাবেশে সংগঠক নিরব রায়হান বলেন, এমন কোন অপরাধ কর্মকান্ড নেই যে গুলোতে ছাত্রলীগ জড়িত ছিলো না। সেই ছত্রলীগ সম্পূর্ণভাবে একটি জঙ্গী ও সন্ত্রাসী সংগঠন। আমরা বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানাতে চাই যারা এই সন্ত্রাসী সংগঠনটিকে নিষিদ্ধ করেছেন।
রায়হান আরো বলেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চারটি দাবী ছিলো। সে গুলোর দ্রæত বাস্তবায়ন চাই। আমরা বর্তমান রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ দাবী করছি। আমরা বাহাত্ত¡রের সংবিধান বাতিল করে নতুন সংবিধান দেখতে চাই। এসময় আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জের অমিত হাসান, জাহিদ হাসান, সাইদুর রহমান, সজিব, তানজিম, ফারাবি প্রমুখ। সংবাদ প্রকাশঃ =২৫-১০-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
ছাত্রলীগকে নিষিদ্ধ করায় নারায়ণগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
আরো সংবাদ পড়ুন