ক্যাপশন ঃ ছাত্রলীগ নিষিদ্ধে মুরাদনগরে আনন্দ মিছিল।
সিটিভি নিউজ।। মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা :=============
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা সদরের জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে আনন্দ মিছিল বের করে মুরাদনগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারন ছাত্র-জনতা। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পথচারিদের মাঝে মিষ্টি বিতরণ করে।
আনন্দ মিছিলে বক্তারা বলেন, ছাত্রলীগ বিগত দিনে অপকর্ম ও সন্ত্রাসী কার্যক্রম করেছে। সবকিছু বিবেচনা রেখে ছাত্রলীগকে নিষিদ্ধ করা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। আমরা এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।
এ সময় ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা, পালাইছে রে, পালাইছে, ছাত্রলীগ পালাইছে’, ‘আমার সোনার বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই’ নানা ¯েøাগান দেন তারা (শিক্ষার্থীরা)।
এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের প্রতিনিধি নাহিদুল নাঈম, খান সিয়াম, আশিকুর রহমান, আবদুর রহমান উজ্জ্বল, শান্ত, নিলয়, সালেহ মুসা, ইব্রাহিম, আক্তার, জুনায়েদ, রাফি, এনামুল, শরীফ, ফয়সাল প্রমুখ। সংবাদ প্রকাশঃ =২৪-১০-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় মুরাদনগরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
আরো সংবাদ পড়ুন