Friday, December 27, 2024
spot_img
More

    রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়াকার্স ইন বাংলাদেশ” প্রকল্পের জেলা কর্মশালা অনুষ্ঠিত

    সিটিভি নিউজ।। দক্ষতা বৃদ্ধির মধ্যমে দেশে ফেরত আসা প্রবসীদের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজা মতিন ( উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা )

    প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকাশক্তি। গতকাল বৃহস্পতিবার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা ) মাহফুজা মতিন বলেন, ‘আমাদের প্রবাসীরা যেসব দেশে থাকেন সেখানে তারা নাগরিকত্ব তো দূরের কথা স্থায়ীভাবে থাকারও অনুমতি পান না। তাদের সবাইকে দেশে ফিরতে হয়। কেউ অর্থ নিয়ে ফেরেন কেউবা বেদনা নিয়ে ফেরেন খালি হাতে। সব প্রবাসীদের টেকসই পুনরেকত্রীকরণ নিশ্চিত করতে আমাদের সমন্বয় করে কাজ করতে হবে।’ কুমিল্লায় বিদেশ-ফেরতদের জন্য ব্র্যাকের কাজের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে আমরা কুমিল্লাকে প্রবাসী বান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে চাই। ব্র্যাক আমাদের রেমিট্যান্স যোদ্ধাদেরকে দেশে ফেরত আসার পরে সহযোগিতা করে সরকারের কাজ সহজ করছে। আমরা নানাভাবে তাদের পাশে থাকতে চাই। তবে বিদেশ যাওয়ার আগে আমাদেরকে দক্ষ হতে হবে।’ এছাড়াও তিনি ব্র‍্যাক হতে প্রদানকৃত প্রশিক্ষণের প্রসংশা করেন। তিনি বলেন প্রশিক্ষণে যে পারিবারিক বাজেট তৈরি করা শিখানো হয়, তা সবার জন্যই খুবি গুরুত্ব পূর্ণ।
    অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যক্ষ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কুমিল্লা বলেন, ‘অদক্ষ ও অসচেতন মানুষই মানবপাচার বা অনিয়মিত অভিবাসনের শিকার হচ্ছেন। সমস্যা সমাধানে সবাইকে সচেতন হতে হবে। এনজ্য বিদেশ যাওয়ার আগেই তাদের প্রশিক্ষন নেয়া প্রয়োজন। ২০৩০ এর মধ্যে দক্ষ জনবল নিশ্চিত করতে হবে। ’
    বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা যুবউন্নয়ন এর সহকারী পরিচালক বলেন, ‘বিদেশ-ফেরতদের মধ্যে যারা ব্যর্থ হয়ে দেশে ফিরেছেন তাদেরকে আমরা দুর্বল মনে না করে তাদের পাশে দাঁড়ালে, তাদেরকে প্রশিক্ষণ দিলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন। এবং যারা এখন দক্ষ হয়ে কোন কাজ করছে তাদের সাথে যারা কাজ করতে আগ্রহী তাদের সংযুক্ত করে দিতে হবে। এবং ১৮-৩৫ বছর বয়সের সকলের জন্য ব্র্যাক কাজ করবে বলে তার আশা ব্যক্ত করেন’
    অনুষ্ঠানে আরো বক্তব্য প্রবাসী কল্যান ব্যাংক এর প্রতিনিধি বলেন, রিইন্টিগ্রেশন এর জন্য জামানত বিহীন প্রায় ৩লক্ষ টাকা ঋণ প্রদান করে থাকে। এছাড়াও যেকোন প্রকার আর্থিক সহায়তা তারা প্রবাসীর পরিবারকেও প্রদান করে থাকেন। এছাড়াও বিদেশ ফেরত একজনের ঋণ জনিত সমস্যাৱ জন্য তিনি ব্যক্তিগত ভাবে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

    রামরু এন জি ও প্রতিনিধি বলেন যে কোন প্রকার লিগ্যাল সাপোর্ট এর জন্য তাদের মেডিয়েশন সাপোর্ট থেকে ব্র্যাক তাদের সহায়তা গ্রহণ করতে পারে।
    কুমিল্লা বা দেশের যে কোন জেলায় বিদেশ থেকে ফিরে আসা মানুষ ব্র্যাকের “রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়াকার্স ইন বাংলাদেশ” প্রকল্প থেকে মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণে সহায়তা পাবেন। কুমিল্লা জেলাপ্রশাসনসহ সরকারের নানা দপ্তরও তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।
    বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারাবিশ্বের শীর্ষস্থানীয় এনজিও- ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সঞ্চালনায় ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কো-অডিনেটর তানভীর হাসান। সংবাদ প্রকাশঃ =২৪-১০-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments