Sunday, December 22, 2024
spot_img
More

    মনোহরগঞ্জে কর্মীদের দাবী আদায়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

    সিটিভি নিউজ।। নাছির উদ্দিন, মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতাঃ=================
    দাবী আদায়ে বিদ্যুৎ সররবরাহ বন্ধ করলেন পল্লী বিদ্যুৎ কর্মীরা। আরইবি- পল্লী বিদ্যুৎ একীভূতকরণ, অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, কর্মকর্তাদের চাকরি পূর্নবহালের দাবীসহ বিভিন্ন দাবীতে কুমিল্লার মনোহরগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন মনোহরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। এদিকে টানা ৫ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বিদ্যুৎ বিড়ম্বনায় পড়েছে সমগ্র উপজেলার পল্লী বিদ্যুতের হাজার হাজার গ্রাহক। বিদ্যুৎ সরবরাহ না থাকায় উপজেলার বিভিন্ন অফিসে সেবা কার্যক্রমে বিঘœ ঘটার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সার্ভার বন্ধ থাকায় জন্ম নিবন্ধনসহ সকল অনলাইন কার্যক্রম বন্ধ রয়েছে। বিভিন্ন দপ্তরে সেবা নিতে এসে বিড়ম্বনায় পড়েছেন সেবা প্রার্থীরা। হাসপাতালসহ বিভিন্ন সেবামুলক প্রতিষ্ঠানে তৈরী হয়েছে অচলাবস্থা। এ বিষয়ে কথা হলে পল্লী বিদ্যুৎ কুমিল্লা ০৪ মনোহরগঞ্জ জোনাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানাজার (এজিএম) শাহেদুজ্জামান বলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানাজারসহ সারাদেশে ৩০জন কর্মকর্তাকে অবৈধভাবে চাকুরী থেকে অপসারণ করা হয়েছে। প্রতিবাদে বিদ্যুৎ কর্মীরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে। চাকুরীচ্যুত কর্মকর্তাদের এ অবৈধ আদেশ বাতিল করা না হলে এ কর্মসূচী অব্যাহত থাকার কথা জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা বলেন সকাল বেলা অফিসের শুরু থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সেবা কার্যক্রমে কিছুটা বিঘœ ঘটেছে। গুরুত্বপূর্ণ মেইল আদান-প্রদানে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বিশেষ করে হাসপাতালগুলোতে তৈরী হয়েছে অচলাবস্থা, পরীক্ষা-নিরীক্ষার সকল কার্যক্রম বন্ধ রয়েছে। অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে রোগীরা। এ অবস্থা চলমান থাকলে অফিসিয়াল কার্যক্রমে ব্যাঘাত ঘটার পাশাপাশি গ্রাহক পর্যায়ে জনদুর্ভোগ তৈরী হওয়ার কথা জানান তিনি। সংবাদ প্রকাশঃ =২০-১০-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments