সিটিভি নিউজ।। মোঃ আবদুল আউয়াল সরকার, সংবাদদাতা কুমিল্লা:
সব ধরনের আধুনিক ব্যাংকিং সুবিধা প্রদানের অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সুলতানপুর এজেন্ট ব্যাংকিং শাখা।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুলতানপুর পূর্ব চৌমুহনীতে একসাথে একপথে ‘সবার জন্য ব্যাংকিং’ এই স্লোগান নিয়ে শনিবার (১৯ অক্টোবর ২০২৪ খ্রিঃ) সকাল সাড়ে ১১টার দিকে সুলতানপুর জামিয়া ইসলামিয়া স্কুল এন্ড মাদরাসা ভবনে ব্যাংকটির শাখা উদ্বোধন করা হয়।
মোঃ আবদুল হালিম এর সভাপতিত্বে ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আবদুল আউয়াল সরকার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংক এর এজেন্ট মোঃ মনিরুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং বিভাগের জোনাল ম্যানেজার সন্ধিপন মিত্র, ব্যাংক কর্মকর্তা দেলোয়ার হোসাইন।
উপস্থিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন, মোঃ মিজানুর রহমান, এডভোকেট জিল্লুর রহমান,মোঃ আলী আক্কাস প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, আলমগীর হোসাইন,গোলাম মোস্তফা, হাবিবুর রহমান, সাইফুল ইসলাম,মোঃ রবিউল ইসলাম, কবির আহমদ, সাজ্জাদ হোসেন,শীপন,মোঃ মাসুম ইসলামসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন,
ইউসিবি নতুন এই এজেন্ট শাখার মাধ্যমে ব্যবসার প্রসার ও উদ্যোক্তা উন্নয়নকে গুরুত্ব দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে।
পরে অতিথিরা ফিতা কেটে ইউসিবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন মাওলানা নেয়ামত উল্লাহ। সংবাদ প্রকাশঃ =২০-১০-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=