সিটিভি নিউজ।। গাজী জাহাঙ্গীর আলম জাবির,সংবাদদাতা বুড়িচং,কুমিল্লা।।============
কুমিল্লার বুড়িচং উপজেলায় কাঁচা সবজির বাজার আকাশ চুম্বি। যাদের মাছ-মাংস খাওয়ার সাধ্য ছিল না, ভরসা ছিল শুধু শাক-সবজিতেই তাদের বর্তমানে তাও সম্ভব হচ্ছে না। বাজারে সবজির চড়া মূল্যের ফলে সেই শাক-সবজিই এখন তাদের কাছে বিলাসী পণ্য। যার ফলে সাধারণ মানুষ দিশেহারা।
বাজারে একশ’ টাকার নিচে কোনো সবজি এখন পাওয়া যাচ্ছে না। জনসাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে শাক-সবজি। দিন যতই যাচ্ছে সবজিতে উচ্চ মূল্যের উত্তাপ ছড়াচ্ছে। ফলে সবজি কেনা তো দূরের কথা, হাত দেওয়াই দুষ্কর হয়ে পড়েছে।
উপজেলার বুড়িচং বাজার, ফকির বাজার, শংকুচাইল সহ বেশ কয়েকটি বাজারে সোমবার (১৪ অক্টোবর) সরজমিন ঘুরে দেখা গেছে, বাজারে ১ কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪৫০/৫০০ টাকায়। টমেটোর কেজি প্রতি দাম ২৬০ টাকা, ধুন্দল ১২০ টাকা, তিতা করলা ৮০ থেকে ১০০ টাকা, বরবটির কেজি ১৪০ টাকা থেকে ১৬০ টাকা, ঝিঙ্গা বা চিচিঙ্গার কেজি ১০০ টাকা, পটল ৮০ টাকা, ওলকচু ৮০ থেকে ১০০ টাকা, কচুর ছড়া ৭০ টাকা থেকে ৮০ টাকা, কচুর লতির আঁটি ১০০ টাকা, লাউ গড়ে প্রতি পিস ১১০ থেকে ১৩০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৬০ থেকে ৭০ টাকা, শসা ৮০ টাকা, কাঁচা পেঁপে ৬০ টাকা, গাজর ১৮০ থেকে ২০০ টাকা, ঢেঁড়শ ১০০ টাকা, বেগুন ১৪০ টাকা, দেশি সিম ২৫০ টাকা, ডিমের হালি ৬০ টাকা, ছোট আকারের কুমড়ার শাক কিংবা লাউ শাকের আঁটি ৭০ থেকে ৮০ টাকা, কলমি শাকের আঁটি ২০ টাকা, লাল শাকের আঁটি ৬০ থেকে ৭০ টাকা। এভাবে প্রতিটি শাক-সবজির বর্তমান বাজার মূল্য এক কথায় বেশ চড়া।
বুড়িচং উপজেলার শংকুচাইল বাজারে কথা হয়,চড়ানল গ্রামের শিউলি আক্তারের সাথে,সে জানায়,ছোট ছেলের বায়নায় বাজারে এসে ব্রয়লার মোরগ কিনে সবজি কিনতে গিয়ে দেখি কাঁচা সবজির দাম আকাশ চুম্বি। ভেবেছিলাম, দুয়েক পদের সবজি কিনে বাড়ী ফিরবো। কিন্তু সবজির দাম বেশি হওয়ায় ১২০ টাকা এক কেজি ধুন্দল কিনে বাড়ী ফিরে যাচ্ছি। অথচ অল্প কিছুদিন পূর্বেও এই ধুন্দল এর দাম ছিলো কেজি প্রতি মাত্র ৪০-৫০ টাকা। দিনদিন কাঁচা সবজির দাম যে হারে বাড়ছে, এতে সবজি কেনার ক্ষমতা হারাচ্ছে সাধারণ মানুষ।
কালিকাপুর বাজারের সবজি বিক্রেতা চারু মিয়া জানান, বাজারে মাছ-মাংসের দাম বেশি। সাধারণ মানুষের ভরসা ছিল শাক-সবজি। কিন্তু সেটাও প্রতিদিন আমাদের সাধ্যের বাহিরে চলে যাচ্ছে। একশ’ টাকার নিচে কোনো প্রকার সবজি কেনা যায় না। এ অবস্থায় মানুষ খাবে কী?
বুড়িচং বাজারের কাঁচা সবজি ব্যবসায়ী মো: সিরাজ সিকদার বলেন, আমরা প্রায় সময়ই কুমিল্লার নিমসার বাজার থেকে সবজি চালান করে থাকি। সাম্প্রতিক বন্যার কারণে জেলার প্রতিটি উপজেলায় সবজি চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই পাইকারি বাজারেও চাহিদার তুলনায় সবজির যোগান কম থাকায় দাম চড়া। কেউ কেই অন্যান্য জেলা থেকে সবজি আমদানি করছে। এতে ভাড়া সহ আমদানি খরচ বেশি পড়ছে। এর ফলে সবজির দাম আগের তুলনায় বেশি। সংবাদ প্রকাশঃ =১৪-১০-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=