
সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি ================
কুমিল্লা নগরীর নোয়াগাঁও অরক্ষিত রেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে প্রাইভেটকার। ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয়েছেন তিন যাত্রী। বর্তমানে আহতরা চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ময়নামতি রেলওয়ে স্টেশনের পশ্চিমে নোয়াগাঁও এ রেল ক্রসিংয়ে কোন ব্যারিয়ার নেই। অরক্ষিত এ রেল ক্রসিং দিয়ে প্রাইভেটকারি পার হওয়ার সময় একটি ট্রেন এসে সজোরে ধাক্কা দেয়, এতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেটকারটি। দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা তিন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নগরীর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
রেলওয়ে কুমিল্লা অঞ্চলের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে। দুপুরে একটি প্রাইভেটকার রেলপথ পার হওয়ার সময় রেলপথ সংস্কার ও মালামাল বোঝাইয়ের কাজে ব্যবহৃত একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এসময় প্রাইভেটকারে থাকা তিন যাত্রী আহত হয়েছেন। রেল ক্রসিংটিতে কোন ব্যারিয়ার নেই। অসচেতনতার অভাবেই এ দুর্ঘটনা। সংবাদ প্রকাশঃ =১০-১০-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=