সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি==================
কুমিল্লার দাউদকান্দিতে ১০২ কেজি গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
৯ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দির হোসেনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০২ কেজি গাঁজা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, খাঁগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মৃত. বাবুল মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩০), কুমিল্লার দেবিদ্বার উপজেলার মৃত. জসীমর ছেলে সুমন (৩৭), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মৃত. সিরাজ আলীর ছেলে মোঃ আব্দুল হালিম (৪০), ঢাকার বংশাল উপজেলার আব্দুল ছাত্তারের ছেলে মোঃ জাহিদ হাসান রতন (৪৫) এবং ঝালকাঠির নলসিটি উপজেলার বিন নারায়ণ গ্রামের মৃত আব্দুল আজীজ হাওলাদারের ছেলে আব্দুর রব হাওলাদার (৭০)।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ও মাইক্রোবাস ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ =০৯-১০-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
কুমিল্লার দাউদকান্দিতে ১০২ কেজি গাঁজাসহ ৫ জন আটক
আরো সংবাদ পড়ুন