সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/================
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার অংশের পৌর এলাকা খানাখন্দে ভরা। ভোগান্তিতে পথচারী, যান ও মাল পরিবহন।
শুষ্ক মৌসুমে সড়কজুড়ে কুয়াশার মতো ধুলাবালু ওড়ে। আর বর্ষা মৌসুমে থাকে কাদাপানি, খানাখন্দ। যানজট তো নিত্যদিনের সমস্যা। সড়কের অধিকাংশ স্থানে বিটুমিনসহ পিচঢালাই উঠে গেছে, কোথাও সড়ক দেবে গেছে। আবার কোথাও চার লেন সড়কের কাজের জন্য সড়ক বন্ধ করে চলছে গাছকাটা।
স্থানীয় লোকজন বলছেন, দ্রæত সংস্কার করা না হলে এবং সড়কের পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে, স্কুল- কলেজ, অফিসগামী মানুষের এবং দূপাল্লার যানবাহনের ভোগান্তি আরও বাড়াবে, দিনে দিনে ছোট গর্ত বড় হয়ে এ সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে।
শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় দেবীদ্বার পৌর এলাকার নিউমার্কেট, মাটিয়া মসজিদ, আজগর আলী মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়, ফুলগাছ তলা, বারেরা এলাকায় সড়কে ছোট-বড় গর্ত। বৃষ্টি হওয়ায় সড়কজুড়ে পানি। সড়কের দুই পাশে পানি বেশি থাকায় গাড়িগুলো এক সারিতে সড়কের মাঝ দিয়ে চলছে। মাঝেমধ্যে কোনো ট্রাক এলে চাকার চাপে চারপাশে ছিটে পড়ছে নোংরা পানি।
অপরদিকে সওজের জায়গা দখল করে সড়কের দু’পাশ জুড়ে রয়েছে অবৈধ স্থাপনা, করাত কলের কাঠের স্তুপ, পরিত্যাক্ত ট্রাক্টর,বর্জসহ নানা সামগ্রী রেখে সাধারন মানুষ চলাচলের কোন ব্যবস্থাই রাখা হয়নি। ফুটপাত হকারদের দখলে, অধিকাংশ দোকান ও বিপণী প্রতিষ্ঠানের সামনের অংশ খানাখন্দ, গর্ত এবং জেনারেটর মেসিন বসিয়ে রাখা হয়েছে।
এছাড়াও শত শত অটোরিক্সা ও সিএনজি দখলে থাকে পুরো সড়ক, ফুটপাতে গড়ে তুলেছে অবৈত সিএনজি ষ্ট্যান্ড। দৈনিক বাজার ইজারাদারের দখলে মূল সড়কের অংশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের প্রধান ফটক ও এর আশপাশে সিএনজি ষ্ট্যান্ড, টঙ দোকান, নানা পর্ষদ নিয়ে হকারদের অত্যাচার। জরুরী রোগী নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশে পড়তে হচ্ছে বিড়াম্বনায়। পথচারীদের চলাচলে থাকছে সীমাহীন ভোগান্তী।
ঢাকাগামী তিশা পরিবহনের বাসচালক আলী হোসেন বলেন, ‘দুর্ভোগ নিয়েই আমাদের এই সড়কে চলাচল করতে হচ্ছে। এই ভোগান্তি যে কবে শেষ হবে?’
মীরপুর হাইওয়ে পুলিশের পক্ষথেকে ক্ষোভের সাথে জানানো হয় সড়কের খানাখন্দ ও বেহাল অবস্থায় আমাদের রাত-দিন যোগাযোগে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
তবে সওজ পৌরীপুর আঞ্চলিক প্রকৌশলী মেহাম্মদ সফিকুর রহমান জানান, আমাদের লোকজন কুমিল্লা- সিলেট মহাসড়কের দেবীদ্বার অংশে সড়ক সংস্কারে কাজ করছেন। সরেজমিনে শনিবার (৫ আগষ্ট) সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত সেখানে সওজের কোন লোকজন কাজ করতে দেখা যায়নি এবং যত বিলম্ব হবে ততই খানাখন্দ এবং ছোট গর্ত বড় হয়ে যানজটে সড়ক বন্ধ হয়ে যাবে বলে জানালে, তিনি জানান, আমি খোঁজ নিচ্ছি, আজ না হলে আগামীকাল লোকজন পাঠাব।
ছবির ক্যাশনঃ কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা সড়কের দেবীদ্বার অংশে খানাখন্দ যানজটের ছবি। ছবিগুলো শনিবার সকালে মহাসড়কের মাটিয়া মসজিদ, আজগর আলী মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়, দেবীদ্বার নিউমার্কেট ও বানিয়াপাড়া ফুলগাছ তলা থেকে তোলা হয়েছে। সংবাদ প্রকাশঃ =০৬-১০-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=