Wednesday, December 25, 2024
spot_img
More

    কুমিল্লার সাবেক এমপি বাহার বিরুদ্ধে আরো এক মামলা

    সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি================
    কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাহসীন বাহার সূচির বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) কুমিল্লা কোতয়ালী মডেল থানায় ৯৯জনের নাম উল্লেখসহঅজ্ঞাত আরো ৮০জনকে আসামি করে মামলাটি দায়ের করেন কুমিল্লা কোতয়ালী থানার ঠাকুরপাড়া মদিনা মসজিদ এলাকার মজিব মিয়ার পুত্র মো: শরীফ হোসেন (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাহিনুল ইসলাম।
    এছাড়াও মামলায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াসসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
    মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কোতয়ালী মডেল থানার আলেখারচর এলাকায় আন্দোলনকারী ছাত্রদের উপর সাবেক এমপি বাহার ও মেয়র সূচীর হুকুমে ছাত্রদের উপর হামলা করা হয়। ঐ হামলার মামলায় উল্লেখিত সকল আসামীগণ দেশীয় অস্ত্র ও লাঠিসোট নিয়ে আক্রমণ করে। এ সময় মামলায় উল্লেখিত সাত নাম্বার আসামী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান জুয়েল, আট নাম্বার আসামী তালপুকুর পাড়ের জুরা মিয়ার পুত্র বাহার রেজা প্রকাশ পিস্তল বাহার এবং ৩৬ নাম্বার আসামী বাদুরতলার মোতালেব মিয়ার পুত্র রাজু আগ্নেয়াস্ত্র দ্বারা গুলি করিলে বাদীর মাথায়,পেটে এবং হাতে লেগে আহত হয়। এছাড়াও ২১ নাম্বার আসামী গোলাম সারওয়ার শিপন, ২২নাম্বার আসামী নাইমুল হক হিমেল ও ৩১ নাম্বার আসামী হেলাল দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

    মামলার আসামিরা হলো- ১। আবুল খায়ের মোঃ বাহা উদ্দিন বাহার (৭২) (সাবেক এমপি), পিতা মৃত মোঃ আব্দুল সালাম, ২। তাহসিন বাহার সূচনা (৪০), পিতা-আবুল খায়ের বাহার উদ্দিন বাহার, উভয়সাং-৪০১, মনোহরপুর, (মুন্সেফ বাড়ী), থানা-কোতয়ালী, জেলা- কুমিল্লা, ৩। সাদেকুর রহমান পিয়াস (৩৮), পিতা-জালু মিয়া, সাং-ঝাউতলা, ৪। জহিরুল ইসলাম রিন্টু (৪৬), পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-আগানগর, থানা- বরুড়া, ৫। আতিক উল্ল্যাহ খোকন (৫৮), (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগ), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং-ঝাউতলা, থানা-আদর্শ সদর, ৬। সুজন চন্দ্র সরকার (৩৯), পিতা- নারায়ন চন্দ্র সরকার, সাং-তালপুকুরপাড়, থানা-আদর্শ সদর, ৭। আশিকুর রহমান জুয়েল (৪২), পিতা-মৃত আমান উল্লাহ ভূঁইয়া (সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রলীগ), সাং-ধর্মসাগর পশ্চিমপাড়, থানা-আদর্শ ৮। বাহার রেজা (উপাধী- পিস্তল বাহার) (৬৫) পিতা- জুরা মিয়া, সাং-তালপুকুরপাড়, থানা- আদর্শ সদর, ৯। সাইফুল আলম রনি (৪৫), পিতা-অজ্ঞাত, সাং- তালপুকুরপাড়, ১০। আমিনুল ইসলাম টুটুল(৪৮), পিতা-রফিকুল ইসলাম, সাং-ধর্মপুর, থানা-আদর্শ সদর, ১১। নিয়াজ আহম্মেদ পাবেল (৪৮), পিতা- মৃত আলী মিয়া, সাং-শাসনগাছা, থানা-আদর্শ সদর, ১২। মামুনুর রশীদ মামুন (৫০)(সাবেক চেয়ারম্যান জগন্নাথপুর), পিতা-অজ্ঞাত, সাং-জগন্নাথপুর, ১৩। হাসান রাফী রাজু(৫০), সাবেক চেয়ারম্যান পাঁচথুবী, পিতা-অজ্ঞাত, সাং-পাঁচথুবী, ১৪। আব্দুল্লাহ আল শহিদ (৫৫), (যুবলীগ), পিতা-মেতু মিয়া, সাং-মুরাদপুর, থানা-আদর্শ সদর, ১৫। রেয়াজ উদ্দিন মুন্না (৪৬) (যুবলীগ), পিতা-অজ্ঞাত, সাং-তালপুকুরপাড়, থানা-আদর্শ সদর, ১৬। সালেহ আহম্মেদ রাসেল (৪৪), পিতা-অজ্ঞাত, সাং-ঠাকুরপাড়া মদিনা মসজিদ গলি, আলিফ গার্ডেন, থানা-আদর্শ সদর, ১৭। আবু তৈয়ব অপি(৩২), পিতা-আবু তাহের চেয়ারম্যান, সাং-বাগিচাগাও, থানা-আদর্শ সদর, ১৮। আবু সাইব বাপ্পি (৪০), পিতা-মৃত তাহের, সাং-বাগিচাগাও, ১৯। জাবেদ কাউন্সিলর (৪৬), পিতা- অজ্ঞাত, সাং- ৩নং ওয়ার্ড, রেসইকোর্স, থানা- আদর্শ সদর, ২০। জমির উদ্দিন খান জম্পি(৫৬), পিতা- অজ্ঞাত, সাং- ৯নং ওয়ার্ড, থানা- আদর্শ সদর, ২১। গোলাম সরওয়ার শিপন (৩৭), পিতা-শাহিন মিয়া, সাং-২নং ওয়ার্ড, থানা-আদর্শ সদর, ২২। নাইমুল হক হিমেল (৩৮), পিতা-অজ্ঞাত, সাং-বাদুরতলা, থানা- আদর্শ সদর, ২৩। আবদুল আজিজ সিহানু(৪০), (আহবায়ক মহানগর ছাত্রলীগ), পিতা-অজ্ঞাত, সাং- মুন্সেফ বাড়ী, থানা- আদর্শ সদর, ২৪। নুর মোহাম্মদ সোহেল (৩১), (সভাপতি মহানগর ছাত্রলীগ), পিতা- অজ্ঞাত, সাং-ছোটরা, ২৫। মোশারফ হোসেন মুন (২৮), পিতা-আদম আলী, সাং- টচছমব্রীজ, ২৫। তুষার (৩০), পিতা-ছাদেক আলী, সাং-ঝাউতলা, থানা-আদর্শ সদর, ২৬। আব্দুল বারেক (৫৬), পিতা- অজ্ঞাত, সাং-নজরুল এভিনিউ রোড, থানা-আদর্শ সদর, ২৭। কামরুল হাসান আশিক(২৫), পিতা- অজ্ঞাত, সাং দৈয়ারা, কন্ট্রাক্টর বাড়ী, থানা-আদর্শ সদর, ২৮। মোতালেব, পিতা-আমান উল্লাহ ভূঁইয়া, সাং-ধর্মসাগরপাড়, থানা-আদর্শ সদর, ২৯। আতিকুর রহমান(৩২), পিতা- ফরিদ, সাং- ঝাউতলা, ৩০ । কাউন্সিলর রায়হান(৪৮), পিতা- মৃত আবির আহমেদ ফটো মিয়া, সাং-মুগলটুলী, থানা-আদর্শ সদর, ৩১। হেলাল (অস্ত্রধারী) (৪৮), পিতা-বচুল মিয়া, সাং- ২য় মুরাদপুর, থানা- আদর্শ সদর, ৩২। কিরণ (অস্ত্রধারী)(৩৮), পিতা-সুন্দর আলী, সাং-২য় মুরাদপুর, থানা-আদর্শ সদর, ৩৩। মাহাবুব(৪০), পিতা-মৃত চারু মিয়া, সাং- ১১নং ওয়ার্ড, মনোহরপুর, থানা- আদর্শ সদর, ৩৪ । খলিল(৪৬), পিতা- আবুল মহাজন, সাং-২য় মুরাদপুর, থানা- আদর্শ সদর, ৩৫। ইলিয়াছ পারভেজ রনি(৪২), পিতা- অজ্ঞাত, সাং-শুভপুর, থানা-আদর্শ সদর, ৩৬। রাজু (৩৫), পিতা-মোতালেব, সাং-বাদুরতলা, থানা- আদর্শ সদর, ৩৭। অমিত (৩০), পিতা-অজ্ঞাত, সাং-ঝাউতলা, ৩৮ । সঞ্জ ু(৩৩), পিতা- অজ্ঞাত, সাং- ঝাউতলা, থানা-আদর্শ সদর, ৩৯। ছোট রাব্বি(১৯), পিতা-অজ্ঞাত, সাং-গ্রামীণফোন গলি, ঝাউতলা, থানা- আদর্শ সদর, ৪০। মুন্না(২৫), পিতা- অজ্ঞাত, সাং-টমছম ব্রীজ, থানা- আদর্শ সদর, ৪১। মোঃ সালেহ আহম্মেদ(৬১), পিতা-সৈয়দ আলী, সাং-হরিপুর, থানা-আদর্শ সদর, ৪২। কবির (৫২), পিতা- বাচ্চু মিয়া, সাং-হরিপুর, থানা-আদর্শ সদর, ৪৩। জামাল হোসেন(৪৪), পিতা- অজ্ঞাত, সাং-হরিপুর, থানা- আদর্শ সদর, ৪৪। রতন খান(৫২), পিতা-আব্দুল খালেক, সাং-দৌলতপুর পূর্বপাড়া থানা-আদর্শ সদর, ৪৫। আফছার রাব্বি, পিতা-অজ্ঞাত, সাং-বিষ্ণুপুর, থানা-আদর্শ সদর, ৪৬। জিসান প্রকাশ কঙ্কাল জিসান (২৪), পিতা- অজ্ঞাত,, সাং-দৌলতপুর, সর্বথানা-কোতয়ালী মডেল, ৪৭। মোঃ মনো মিয়া (৫০), পিতা মৃত লাল মিয়া সাং-জগদাশ, থানা: বরুড়া, ৪৮। আনিসুর রহমান (৪৮) শ্রমিক লীগ আহ্বায়ক, পিতা আমানউল্লাহ ভূইয়া, সাং ধর্মসাগর পশ্চিম পাড়, ৪৯। আবুল হাশেম (৫৬), সাবেক কাউন্সিলর ১৪নং ওয়ার্ড, পিতা-আব্দুল সালাম, সাং- ২য় মুরাদপুর, ৫০। মোজাম্মেল হক ভূঁইয়া সোহেল (৪৫), পিতা-মোর্শেদুল ইসলাম ভূঁইয়া, সাং-নয়াকামতা ভূইয়া বাড়ী, থানা: বুড়িচং, ৫১। জালাল মিয়া (৪৫) পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-জোরপুষ্করনী, থানা-সদর দক্ষিন মডেল, বর্তমান চক্রবাগ গলি, সর্দার ভিলা, ইপিজেড রোড, থানা-আদর্শ সদর, ৫২। সাফিন মির্জা (অস্ত্রধারী) (৩৫), পিতা-মৃত আনোয়ার মির্জা, সাং-ঠাকুরপাড়া, বাগানবাড়ী ০৩ মোড়, থানা-আদর্শ সদর, ৫৩। জালাল উদ্দিন আহাম্মদ(৪০), (সাবেক সেক্রেটারী জেলা ছাত্রলীগ), পিতা-অজ্ঞাত, সাং- ঠাকুরপাড়া, বর্তমান ট্রমা সেন্টারের বিপরীত গলি, কান্দিরপাড়, কুমিল্লা টাউয়ার গলি,, থানা- আদর্শ সদর, ৫৪। মজিবুর রহমান সোহেল (৩৮), পিতা-অজ্ঞাত, সাং-নজরুল এভিনিউ মিয়া, সাং-অশোকতলা(চাপরাশি বাড়ী), থানা-আদর্শ সদর, ৫৫। আলা উদ্দিন (৪৫), পিতা-মৃত সিরাজ থানা-আদর্শ সদর, ৫৬। নয়ন পাল (৩৫), পিতা-শ্যামল পাল, গলি), থানা-আদর্শ সদর, ৫৭। সুলতান আহম্মেদ সাকিব(২৮), (কুমিল্লা সরকারী কলেজ, ছাত্রলীগ, অস্ত্রধারী), পিতা-অজ্ঞাত, সাং-কালিয়াজুরি, থানা- আদর্শ সদর, ৫৮। শ্যামল মজুমদার(৩৮), পিতা-অজ্ঞাত, সাং-বাদুরতলা(ডাক্তার পাড়া), থানা- আদর্শ সদর, ৫৯। সাইফুল আলম আবির(২৮), পিতা-আগর, সাং-ঠাকুরপাড়া, কাস্টম গোডাউন, থানা-আদর্শ সদর, ৬০ । বিমল চন্দ্র দাস(৪৫), পিতা-অপেন্দ্র চন্দ্র দাস, সাং-ঠাকুরপাড়া, কাস্টম গোডাউন, মালিবাড়ী, থানা-আদর্শ সদর, ৬১। ফয়সাল সুলতান(৪৫), পিতা-সুলতান আহম্মেদ, সাং-ঠাকুরপাড়া, রেসিডেন্সিয়াল স্কুল গলি), থানা-আদর্শ সদর, ৬২। ফরহান(৩৫), (সাবেক ছাত্র লীগ ০৮ নং ওয়ার্ড সভাপতি), পিতা-অজ্ঞাত, ০৮নং ওয়ার্ড, ঠাকুরপাড়া(বলাকা বাসষ্ট্যান্ড এর পিছনে), থানা- আদর্শ সদর, ৬৩। ধিমান চক্রবর্তী(৪৫), পিতা-নির্মল চক্রবর্তী, সাং- বাগানবাড়ী, ঠাকুরপাড়া, থানা- আদর্শ সদর, ৬৪। সামদানি(৪১)(অস্ত্রধারী), পিতা-আবদুল্লাহ, সাং-ঠাকুরপাড়া মদিনা মসজিদ গলি, থানা-আদর্শ সদর, ৬৫ । মনির মিয়া(৫০), পিতা-অজ্ঞাত, সাং-ঠাকুরপাড়া(এমআরসি বিল্ডার্স), সর্বথানা-কোতয়ালী মডেল, ৬৬। সজল খান(৩০), পিতা-জাকির খান, সাং-বাবুটিসহি, ৭নং ওয়ার্ড, থানা-দেবিদ্বার, বর্তমান-রেইসকোস, ০৩নং ওয়ার্ড কুসিক, ৬৭। আব্দুল হান্নান(৪৫), পিতা-সুজন মিয়া, সাং- দৌলতপুর পূর্বপাড়া, থানা-আদর্শ সদর, ৬৮। প্রদীপ কুমার নন্দী(৪৫) পিতা-নিখিল নন্দী, সাং- ঠাকুরপাড়া, সারদা পালের মাঠ, থানা-আদর্শ সদর, ৬৯। ফজলু মিয়া(৫৫), পিতা-অজ্ঞাত, সাং- ঠাকুরপাড়া, থানা-আদর্শ সদর, ৭০। বশির(৫০), পিতা-অজ্ঞাত, সাং-কান্দিরপাড় নজরুল এভিনিউ, (গাংচিল ভবন), থানা-আদর্শ সদর, ৭১। আরিফ(৫০), পিতা-অজ্ঞাত, সাং- ঠাকুরপাড়া(আজমির মঞ্জিল প্যারা মেডিকেলের পার্শ্ব), থানা-আদর্শ সদর, ৭২। ইসলাম পলাশ(৪২), পিতা-আলী আজাদ, সাং-ঠাকুরপাড়া, থানা-আদর্শ সদর, ৭৩। শাওন(৩০), পিতা-মৃত সিদ্দিকুর রহমান, সাং-ঠাকুরপাড়া মদিনা মসজিদ, থানা-আদর্শ সদর, ৭৪। তাপশ দে(৪৫), পিতা- অজ্ঞাত, সাং-ঠাকুরপাড়া বাগানবাড়ী, থানা-আদর্শ সদর, ৭৫। বিশাল(২৯), পিতা-বাহার রেজা, সাং- তালপুকুরপাড়, থানা-আদর্শ সদর, ৭৬। সিফাত চৌধুরী(২৫), পিতা-অজ্ঞাত, সাং-শাসনগাছা, ওয়াপদা কলোনী, ৭৭। ইমরান হোসেন রতন (২৫), পিতা-আবুল কাশেম, সাং-মফিজাবাদ কলোনী, ৭৮ আজহারুল ইসলাম আজহার (২২), পিতা-ফখরুল ইসলাম পলাশ, সাং-ঠাকুরপাড়া মদিনা মসজিদ রোড, ৭৯। মানিক কান্তি মজুমদার(৩২), পিতা-মিহির মজুমদার, সাং-দক্ষিন ঠাকুরপাড়া, ৮০। আজমাইন হোসেন সাফিন(২৪), পিতা-অজ্ঞাত, সাং-নুরপুর(ছাত্রলীগ নেতা), ৮১। মনোরঞ্জন(৪২), পিতা-অজ্ঞাত, সাং-ঠাকুরপাড়া, ৮২। জন্ম(৪৮), পিতা-অজ্ঞাত, সাং-সংরাইশ, ৮৩। ছোটন(৫০), পিতা-অজ্ঞাত, সাং-ঠাকুরপাড়া, বাগান বাড়ী, (সহ সাংগঠনিক সম্পাদক ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগ), ৮৪। আল আমিন(৩৩), পিতা-ইদু মিয়া, সাং-সংরাইশ, ৮৫। সোহাগ(২৮), পিতা-জনু মিয়া, সাং- সংরাইশ, ৮৬। বিকাশ দাশ (৪২), সুনিল দাস, সাং-দক্ষিন ঠাকুরপাড়া, ৮৭। অপু(৩০), পিতা-অজ্ঞাত, সাং-ছোটরা, ৮৮। রায়হান (৩৫), পিতা-মৃত আব্দুল খালেক, সাং-দৌলতপুর, ৮৯। মীর সারজি(৩২), পিতা-অজ্ঞাত, সাং-অশোকতলা, চৌমুহনী, ৯০। রফিকুল ইসলাম(৪৮), পিতা-সিরাজুল ইসলাম, সাং- রানীর বাজার, আশ্রমের সামনে, ৯১। আকিব(২৮), পিতা ফয়জুল্লাহ জালু, সাং-ঝাউতলা, ৯২। অসীম(৩৫), পিতা-অজ্ঞাত, সাং-রানীর বাজার, আলভিট টাউয়ারের বিপরীত পার্শ্বে, ৯৩। অজিত(৩১), পিতা-অজ্ঞাত, সাং-বাঁগিচাগাও, ৯৪। জাকির প্রকাশ ভন্ড জাকির(৪০), পিতা-অজ্ঞাত, সাং-ক্ষেতাসার, ৯৫। মিনহাদুল হাসান রাফি(২৯), পিতা-অজ্ঞাত, (সভাপতি দক্ষিন জেলা ছাত্রলীগ), সাং-অজ্ঞাত, ৯৬। ইসরাফিল পিয়াস(২৮), পিতা-অজ্ঞাত, (সাধারণ সম্পাদক দক্ষিন জেলা ছাত্রলীগ), সাং-অজ্ঞাত, ৯৭। খন্দকার বাপ্পি(৩৬), পিতা-অন্নাত, সাং-চাঁনপুর, ৯৮। লোকমান হোসেন রুবেল(৩৫), পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, (সাবেক সাধারণ সম্পাদক দক্ষিন জেলা ছাত্রলীগ), ৯৯। তোফায়েল আহাম্মেদ (৫০), পিতা-অজ্ঞাত, (সাবেক মন্ত্রী মজিবের ভাতিজা), সাং-২নং কান্দিরপাড়, মদিনা মসজিদ রোড, সর্বজেল- কুমিল্লা সহ অজ্ঞাতনামা ৭০/৮০ জন। সংবাদ প্রকাশঃ =০৪-১০-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments