সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুরে এক ব্যক্তি শশুরকে বাবা সাজিয়ে জমি রেজিস্ট্রি সহায়তা করার অপরাধে ব্রাহ্মণপাড়া সাব-রেজিস্ট্রি অফিসের দুই দলিল লেখকসহ ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার (১ অক্টোবর) ব্রাহ্মণপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রার দীপঙ্কর দাস বিষয়টি নিশ্চিত করেছেন। সাময়িক বরখাস্তকৃতরা হলেন দলিল লেখক জাহাঙ্গীর আলম,সনদ নং- ০৪, মোকবল হোসেন, সনদ নং- ৬২ এবং নকল নবীশ মহিবুল রহমান। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জয়দল হোসেন জানান, দলিল লেখক মোকবল হোসেন, জাহাঙ্গীর আলম ও নকল নবীশ মহিবুল রহমান শশুরকে বাবা সাজিয়ে একটি দলিলের সহায়তা করার অভিযোগ ওঠে। এ অভিযোগে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে মামলা হয়েছিল তবে তা পারিবারিক ভাবে নিষ্পত্তি হয়েছে। এ বিষয়ে অভিযুক্তরা জানান, এ নিয়ে আদালতে মামলা হয়েছিল। মামলাটি নিষ্পত্তি হয়ে গেছে আশা করি আমাদের বিষয়টি তদন্ত সাপেক্ষে আমাদেরকে মুক্ত করে দিবে। ব্রাহ্মণপাড়া উপজেলা সব-রেজিস্ট্রার দীপঙ্কর দাস জানান, এ বছর উপজেলার দুলালপুরে এক ব্যক্তি নিজ শশুরকে বাবা সাজিয়ে কমিশনের মাধ্যমে একটি দলিল করেন।পরে আমরা জানতে পারি উক্ত দলিলটি সমস্যা রয়েছে। পরে আমরা জেলা রেজিস্ট্রার মোঃ আসাদুল ইসলাম স্যারকে বিষয়টি অবহিত করলে তখন তিনি অভিযুক্ত ৩ জনকে সাময়িক বরখাস্ত করেন। কুমিল্লা জেলা রেজিস্ট্রার মুনিরুল হাসান বলেন, প্রাথমিক ভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় আমার পূর্ববর্তী অফিসার তাদেরকে সাময়িক বরখাস্ত করেন। বর্তমানে আমি বুড়িচং উপজেলা সব- রেজিস্ট্রার সোহেল রানাকে ১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত করে সঠিক রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ প্রকাশঃ =০৩-১০-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=