Friday, January 24, 2025
spot_img
More

    নারায়ণগঞ্জে নবদম্পতির লাশ উদ্ধার চিরকুট লেখা ছিল আমাদের একসঙ্গে মাটি দিয়েন

    সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জসিটির সিদ্ধিরগঞ্জে নবদম্পতি তরুণ ও তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তরুণীর চুলের বেণী পথকে একটি চিরকুট উদ্ধার করা হয়। তাতে লেখা ছিল আসসালামু আলাইকুম আপনাদের সমাজের সকলের কাছে অনুরোধ আমাদের দুজনকে এক সাথে মাটি দিয়েন। এছাড়াও মরদেহের পাশে পড়ে ছিলো একটি বোতল। ধারণা করা হচ্ছে এটি বিষের বোতল। তারা এক মাস আগে বিয়ে করেছিল। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন এর সত্যতা নিশ্চিত করেছেন।
    সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্যের ডাম্পিং জোনের পাশে একটি বালুর মাঠ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুস সালাম।
    নিহতরা হলেন- মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মনির হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৮) ও তার স্ত্রী রুমি (২৬)।
    সিদ্ধিরগঞ্জ থানার এসআই আব্দুস সালাম বলেন, স্থানীয়দের খবরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। পাশাপাশি দুটি লাশ পড়ে ছিল। তাদের পাশে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা রয়েছে, ‘আসসালামু আলাইকুম, আপনাদের সমাজের সবার কাছে অনুরোধ, আমাদের দুজনকে একসঙ্গে মাটি দিয়েন। ধারণা করা হচ্ছে তারা বিষ পখয়ে আত্মহত্যা করেছেন। তাদের মুখ দিয়ে ফেনা বের হয়েছে।
    স্থানীয়রা জানান, দুপুর থেকেই ওই দম্পতি এলাকায় বালুর মাঠের পাশে ঘোরাফেরা করছিল। নিহত শফিকুল ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন। এক মাস আগে রুমির সঙ্গে তার বিয়ে হয় বলে জানান তার ভাই মো. উজ্জ্বল।
    নিহত শফিকুলের ভাই মো. উজ্জ্বল বলেন, আমার ভাই আমার শ্যালিকাকে পরিবারের অমতে বিয়ে করেছিল। দুই পরিবারের কেউই তা মেনে নেয়নি।
    তবে লাশগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে এসআই সালাম বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে মামলা হবে বলেও জানান তিনি।====সংবাদ প্রকাশঃ =০১-১০-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments