সিটিভি নিউজ।। নানা কর্ম সূচী পালনের মধ্যদিয়ে কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা বাংলাদেশ এর আয়োজনে ২৯ সেপ্টেম্বর সকালে কুমিল্লা টাউনহল মাঠে রিক্সা র্যালী, মানব বন্ধন, র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রঙ্গিন বেলুন উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার। হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা বাংলাদেশ এর সভাপতি হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ তৃপ্তিশ চন্দ্র ঘোষ তার বক্তব্যে বলেন, এই বছর, ২০২৪, বিশ্ব হার্ট দিবসের থিম ছিল " ক্রিয়ার জন্য হৃদয় ব্যবহার করুন "। এই থিমটি একটি সুস্পষ্ট উদ্দেশ্য এবং লক্ষ্যের সাথে সচেতনতা থেকে ক্ষমতায়নের দিকে একটি পরিবর্তন তুলে ধরে। কর্মের দ্বিমুখী প্রকৃতিও রয়েছে: নীতিগুলিকে প্রভাবিত করার প্রচেষ্টা এবং আচরণ পরিবর্তন এবং শারীরিক কার্যকলাপের পক্ষে সমর্থন করা। এটি টেকসই প্রচেষ্টা এবং সহযোগিতার প্রয়োজনীয়তা প্রতিফলিত করে।
বিভিন্ন দেশে কার্ডিওভাসকুলার রোগ ব্যবস্থাপনার জন্য সচেতনতা এবং সমর্থন পরিবর্তিত হয়, দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলিতে হৃদরোগ সংক্রান্ত সচেতনতা এবং সুযোগ-সুবিধাগুলির জন্য পর্যাপ্ত অ্যাক্সেস নেই, যার ফলে এই দেশগুলিতে সমস্ত কার্ডিওভাসকুলার মৃত্যুর ৭৫% হয়, যা সচেতনতা কর্মসূচির আয়োজন এবং অংশগ্রহণের মাধ্যমে উন্নত করা যেতে পারে বিশ্বব্যাপী মানবজাতিকে সাহায্য করার জন্য।
বায়ু দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রত্যেকেই সুস্থ প্রকৃতির জন্য তাদের নিজস্ব উপায়ে অবদান রাখতে পারে, যা সমস্ত হৃদরোগের ২৫% এবং বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ৭০লাখ মৃত্যুর জন্য দায়ী। র্যালী শুরুর আগে বক্তব্য রাখেন ইনার হুইল ক্লাবের সভানেত্রী ডাঃ মল্লিকা বিশ্বাস,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক জেড এম মিজানুর রহমান খান, স্বাগত বক্তব্য রাখেন হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ডাঃ গোলাম শাহজাহান। পরে জাতীয় স্বাস্থনীতিতে হৃদরোগ প্রতিরোধে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণের দাবী জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ মন্ত্রনালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। ভিডিও দেখুন ===https://fb.watch/uV6iVsZIAp/
সংবাদ প্রকাশঃ =২৯-৯-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com