সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান===
ভেসাল জাল দিয়ে মাছ ধরার দৃশ্য, গ্রাম বাংলার এটি চিরচেনা রূপ। নদী,নালা, খাল বিলে পানি না হওয়ায় এক সময় এই জাল দিয়ে মাছ ধরার কথা জেলেরা ভুলেই গিয়েছিল। কিন্তু এই বছর কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যা হওয়ায় খালে-বিলে পানি বৃদ্ধি পাওয়ায় এবং খালে স্রোত থাকায় বিভিন্ন দেশীয় মাছ ধরা পরেছে এসব জালে। এ বছর বন্যায় বিভিন্ন পুকুর ও জলাশয় থেকে মাছ ভেসে যাওয়ায় দেশী মাছের পাশাপাশি অন্যান্য মাছও ধরা পড়ছে। এ ছাড়া বন্যার পানি খাল-বিলে বেশি দিন থাকায় প্রকৃতিগতভাবে দেশীয় মাছ সৃষ্টি হয়েছে। ফলে এসব মাছ ধরা পরছে ভেসাল জালে।
এখন বন্যার পানি ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন খাল দিয়ে পানি ভাটির দিকে নেমে যাওয়ায় ভেসাল জাল দিয়ে গ্রামের খাল-বিলে মাছ শিকার চোখে পরবে।
উপজেলার ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কের বড়ধুশিয়া থেকে ছোটধুশিয়া, সবুজপাড়া, চারিপাড়া, চান্দলা পর্যন্ত প্রায় ১০ থেকে ১২ টি ভেজাল জাল দিয়ে মাছ ধরার দৃশ্য চোখে পড়বে। এছাড়া ধান্যদৌল থেকে নাগাইশ হয়ে শশীদল পর্যন্ত, নাইঘর থেকে হরিমঙ্গল, বড়ধুশিয়া থেকে শশীদল, গোলাবারিয়া থেকে বড়ধুশিয়া ও গোলাবারিয়া থেকে বেড়াখলা, শিদলাই
পর্যন্ত প্রতিটি খালে ভেসাল জাল দিয়ে মাছ ধরছে জেলেরা।
এ জালে চিংড়ি, পুঁটি, টেংরা, বাইলা, বাইম, মলা, ঢেলা
সহ নানান প্রজাতির দেশি মাছ পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন সময় দেশি মাছ ছাড়াও অন্যান্য মাছ পাওয়া যায়।
ধান্যদৌল গ্রামের জসিম উদ্দিন জানান,ভেল (ভেসাল) জাল দিয়ে মাছ ধরা খুব সহজ। অবসর সময়ে এ জাল বেয়ে থাকি। মাঝে মাঝে আমার ছেলে ও এ জাল বায়। নিজের সংসারে মাছের চাহিদা পূরণের পর এখান থেকে সংসারের বাড়তি আয় আসে।
নাগাইশ গ্রামের মতিন মিয়া জানান, এ বছর বন্যা হওয়ায় ভেলে (ভেসাল জাল) অনেক মাছ ধরা পড়েছে। বিগত ১৫-২০ বছরে এমন মাছ ধরা পড়ে নাই। এ বছর বন্যা হওয়ায় এবং খাল-বিলে অনেক দিন পানি থাকায় দেশী প্রজাতির অনেক মাছ জালে ধরা পড়ছে। আমি কৃষি কাজ করি, পাশাপাশি এ জাল দিয়ে মাছ ধরি।
এ ব্যপারে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা মৎস্য অফিসার জয় বনিক জানান, এ সময়টা দেশি প্রজাতির মাছ প্রচুর উৎপাদন হয়েছে এবং বিভিন্ন জালে জেলেরা প্রচুর পরিমাণ ধরছে।তবে ভেসাল জাল দিয়ে পাঁচ ইঞ্চি নিচে চাষ করা মাছ শিকার করা সম্পূর্ণ নিষেধ। তবে দেশীয় ছোট জাতের মাছ শিকার করা নিষিদ্ধ নয়। সংবাদ প্রকাশঃ =২৮-৯-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=