Sunday, December 22, 2024
spot_img
More

    কাজের কথা বলে এনে পূর্ব শত্রুতার জেরে হত্যা করে ঘরের মেঝেতেই মাটি চাঁপা; ৪ দিন পর মরদেহ উদ্ধার

    সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ===============
    হবিগঞ্জের নুরুল ইসলাম(৫২) নামে এক দিন মজুরকে কাজের কথা বলে কুমিল্লার দেবীদ্বারে এনে হত্যাপূর্বক মেঝেতে মাটি চাঁপা দিয়ে রাখার অভিযোগে অভিযুক্ত হত্যাকারী নোয়াজ আলী(৫৫)কে আটক করেছে পুলিশ।
    ঘটনার ৪দিন পর শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমল্লিার দেবীদ্বার উপজেলার পিরুজপুর গ্রামের একটি ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
    আটক নোয়াজ আলী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বরকান্দি গ্রামের (লামা বাড়ির) মৃত আবদুল আলীর পুত্র। নিহত নুরুল ইসলাম (৫২) একই উপজেলার বরকান্দি গ্রামের মৃত: মকলিস মিয়ার পুত্র।
    পুলিশ ও স্থানীয়রা জানান, নোয়াজ আলী হবিগঞ্জ থেকে দেবীদ্বারে এসে প্রায় কয়েক বছর ধরে বদলী শ্রমিকের কাজ করে আসছিলেন। তিনি পিরুজপুর ব্রাদার্স ব্রীক্স ফিল্ডের কাছে সড়কের পাশের একটি ঘরে ভাড়া থাকতেন। পূর্বে ওই ঘরটি সেলুন হিসেবে ব্যাবহার হয়েছিল।
    অভিযুক্ত নোয়াজ আলী জানান, প্রায় চার বছর আগে নুরুল ইসলামের সাথে আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে শত্রæতা সৃষ্টি হয়। সেই সময়ে নোয়াজ আলীর পুত্র শিমুল অসুস্থ হয়ে মৃত্যু বরণ করে। তিনি ধারণা করেন কবিরাজের মাধ্যমে তাবিজ করে তার পুত্রকে মরতে বাধ্য করেন নুরুল। পুত্র শোকে তার স্ত্রীও মারা যান। গত রোববার (২২ সেপ্টেম্বর) দেবীদ্বার উপজেলার চরবাকর বাসষ্ট্যান্ডে একটি চা দোকানে কাকতালিয়ভাবে দেখা হয় নুরুলের সাথে। তখন তার খোঁজ খবর নিয়ে জানতে পারেন, নুরুল কুমিল্লায় থেকে দিন মজুরের কাজ করে আসছিল। নরুলকে তিনি দেবীদ্বারে তার সাথে থেকে কাজ করতে বলে ওই দিনই তাকে তার সাথে নিয়ে আসেন। পর দিন সোমবার (২২ সেপ্টেম্বর) একসাথে দিনমজুরের কাজ করেন। পূর্বের ঘটনার সূত্র ধরে প্রতিশোধ পরায়ন হয়ে উঠেন তিনি, গত সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টায় ঘুমন্ত অবস্থায় নুরুলকে পিটিয়ে হত্যা করে ঘরের মেঝেতে মাটি চাঁপা দিয়ে রাখেন।
    স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস মিয়া বলেন, ঘটনার ৪ দিন পর শুক্রবার সকালে সড়কের পাশের একটি ঘরে স্থানীয় একজন হঠাৎ মানুষের হাত দেখতে পান, এঘটনা দেখে তার সোর চিৎকারে আমরা ছুটে এসে দেখি ঘরের ভিতরে লাশ পুঁতে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করি। স্থানীয় লোকজন তাকে খুঁজতে থাকেন এবং এক পর্যায়ে পালিয়ে যাওয়ার পথে আটক করে পুলিশে সোপার্দ করা হয়। হত্যাকারী নোয়াজ আলী দীর্ঘদিন ধরে পিরোজপুর এলাকায় শ্রমজীবি হিসেবে কাজ করে আসছেন।
    মামলা তদন্তকারী দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, পূর্বশত্রæতার জের ধরেই নোয়াজ আলী- নুরুলকে পিটিয়ে হত্যা করে শোবার জায়গাই মাটি চাঁপা দিয়ে রেখেছিল। স্থানীয়দের সহায়তায় নোয়াজ আলীকে আটক করেছি। ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
    ছবির ক্যাপশন ঃ হত্যাকারী নোয়াজ আলীর ফাইল ছবি এবং যে ঘরে তাকে মাটি চাপা দেয়া হয়েছিল ওই ঘরের ছবি। সংবাদ প্রকাশঃ =২৭-৯-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments