সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক:== অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিক্ষার্থীদের স্কুলমুখী ও পড়ালেখায় আগ্রহী করে তুলতে স্কুল ড্রেস বিতরণ এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পাশাপাশি মা সমাবেশের মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল বিতরণ ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ এমদাদুল হক সোহাগ, গ্রামের সাবেক মেম্বার কবির আহমেদ, ব্যবসায়ী আলমগীর হোসেন, পিটিএ কমিটির সভাপতি মোঃ দীন ইসলাম প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউল হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক এমজি আজম, সোলেমান সরকার, শিরিন আক্তার ও সারোয়ার হোসেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্কুলের অভিভাবক গণ। তারা বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। শিক্ষার্থীদের মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
অতিথিরা বলেন, দক্ষতা নিজের সম্পদ আর দক্ষ জনশক্তি দেশের সম্পদ। সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে, কোথায় কার সাথে চলাফেরা করছে। তাদের পারিবারিকভাবে নৈতিকতার শিক্ষা দিতে হবে, ছোটবেলা থেকেই তাদের ব্যক্তিত্ব গড়ে তোলার জন্য পরামর্শ দিতে হবে। শিক্ষক ও বড়দের সম্মান করার মানসিকতা পরিবার থেকে শিখিয়ে দিতে হবে। উত্তম চরিত্র গঠনে উপদেশ দিতে হবে। প্রতিদিন নিয়মিত বাসায় যাতে পড়ালেখা করে সেটা নিশ্চিত করতে হবে। বিদ্যালয়ে এসে সন্তানদের বিষয়ে খোঁজখবর নিতে হবে। তাদের অগ্রগতি বা সমস্যার বিষয়ে নজর দিতে হবে। প্রয়োজনে শ্রেণি শিক্ষকের সাথে পরামর্শ করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অর্থনৈতিকভাবে অস্বচ্ছল এমন বিশটি পরিবারের সন্তানকে বিদ্যালয়ের পক্ষ থেকে স্কুল ড্রেস বিতরণ করা হয়। তাছাড়া দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। সংবাদ প্রকাশঃ =২৬-৯-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=