Sunday, January 26, 2025
spot_img
More

    বৈধ কাগজপত্র থাকলেও অদৃশ্য কারনে আইদি পরিবহনের বাস চলতে পারছে না কুমিল্লায়

    সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক। সব ধরনের বৈধ কাগজপত্র থাকার পরও অদৃশ্য কারনে কুমিল্লা চাঁদপুর সড়কের কুমিল্লার অংশে যাত্রী পারাপার করতে পারছে না আইদি পরিবহনের বাস।

    পরিবহনটির মালিক পক্ষ বলছে
    সকল বৈধ প্রক্রিয়া সম্পন্ন করার পরও বিগত এক বছরেও কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে রোড পারমিট পায়নি।

    আইদি পরিবহনের উপদেষ্টা হাবিবুর রহমান পাটোয়ারী দাবি করেন, শাহরাস্তির পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম, হাসপাতাল ও এতিমখানা পরিচালনার লক্ষ্যে আইদি পরিবহন চালু করা হয়। তবে চালুর প্রথম থেকে রাজনৈতিক ও বিভিন্ন প্রভাবে বৈষম্যের শিকার হয়ে আসছে তারা। চাঁদপুর জেলা প্রশাসনের অনুমোদন পেলেও তৎকালীন কুমিল্লার এমপি বাহাউদ্দিন বাহারের হস্তক্ষেপে কুমিল্লা জেলা প্রশাসন অনুমোদন দেয়নি। এতে পরিবহনটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    আরেক উপদেষ্টা তাজুল ইসলাম সুমন জানান , ‘কুমিল্লায় একটি কাউন্টার ভাড়া নিয়েছেন। আওয়ামী লীগের এমপির নাম ভাঙিয়ে সেখান থেকে ২৪ ঘণ্টার মধ্যে আইদি পরিবহন সরিয়ে নিয়ে আসার জন্য হুমকি দেয়া হয়। না হয় সব বাস পুড়িয়ে দিবে বলেও হুঁশিয়ারি দেয়। পরে আমরা সেখান থেকে চলে আসি। এখন পরিবহনটি চাঁদপুর থেকে জগৎপুর পর্যন্ত নয়টি স্টপেজে যাত্রী পারাপার করছে।’

    আইদি পরিবহনের ২০টি গাড়ি এখন চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে চলছে। আরও প্রায় ৩০টি পরিবহন রয়েছে। কুমিল্লা পর্যন্ত রোড পারমিট পেলে সবগুলো গাড়ি যাত্রী সেবায় নিয়োজিত করা হবে বলে জানান আইদি পরিবহনের ম্যানেজার মনির হোসেন। তিনি বলেন, ‘আইদি পরিবহনের রোড পারমিট দিয়েছে চাঁদপুর জেলা বিআরটিএ। আর বোগদাদ পরিবহনকে দিয়েছে কুমিল্লা বিআরটিএ। তাহলে তারা যদি চাঁদপুরে ঢুকতে পারে, আমরা (আইদি পরিবহন) কেন কুমিল্লা ঢুকতে পারবে না। আগামী এক মাসের মধ্যে রোড পারমিট দিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে দাবি জানাই।

    আইদি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মীর পারভেজ আলম বলেন, একটি বাস যাত্রী পারাপার করবে সে জন্য আইনানুগভাবে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। তারপরও বাস সার্ভিসটি কুমিল্লার রুট ব্যবহারের অনুমতি পাচ্ছে না। এটা কেমন কথা। তিনি কুমিল্লা জেলা প্রশাসকের কাছে সুষ্ঠ বিচার দাবী করেন।

    কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ কবীর আহমেদ বলেন, আমাদের কেন্দ্রীয় বাস টার্মিনাল জাঙ্গালিয়াতে যে পরিমান জায়গা আছে তারচেয়ে বেশী বাস রয়েছে। জায়গা ভাড়া নিয়ে টার্মিনাল পরিচালনা করছি। শাসনগাছা ও চকবাজার বাস টার্মিনালের একই অবস্থা। নতুন পরিবহনের জায়গা কই। এছাড়া কোন জেলা নতুন বাস সার্ভিস শুরু করতে হলে তাদেরকে জেলা বাস সার্ভিস সমিতির সদস্য হতে হয়। আইদি আমাদের জেলা বাস মালিক সমিতির সদস্য হয়নি।

    এদিকে বৈধ কাগজপত্র থাকার পরও কেন আইদি বাস যাত্রী পারাপার করতে পারবে না বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ জানান, জেলা ২০২২ সালে জেলা বাস মালিক সমিতির একটি আবেদন আছে। আইদি পরিবহনেরও কাগজপত্র যাচাই বাছাই করা হয়েছে। এখন একটি সভা ডেকে তারপর সিদ্ধান্ত নেয়া হবে। সংবাদ প্রকাশঃ =২৪-৯-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন।

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments