Saturday, September 21, 2024
spot_img
More

    মুরাদনগরে পানিতে তলিয়ে ৪ হাজার কৃষকের ফসল নষ্ট

    সিটিভি নিউজ।। এম ফয়জুল ইসলাম ফয়সাল,মুরাদনগর সংবাদদাতা জানান =====
    সাম্প্রতিক ঘটে যাওয়া বন্যা ও অতি বৃষ্টির কারণে মুরাদনগর উপজেলায় ৪ হাজার ২শ ৯৬ জন কৃষকের ৩৩৬.৯ হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। যার ক্ষতির পরিমান ১৮ কোটি ৪১ লাখ ১০হাজার ৯শত ৮১ টাকা । বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর উপজেলা কৃষি অফিস। অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের পানিতে কৃষকের আমন বীজতলা, রোপা আমন , খরিপ-২ শাকসবজি, রোপা আউশ, বোনা আমন ও আখসহ অন্যান্য ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে।

    উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সাথে কথা হলে তারা বলেন, “ আমাদের ফসলি জমিগুলো পানিতে তলিয়ে আছে। দীর্ঘদিন পানি সরতে না পারায় বীজতলা ও ধানের জমি, আখ পঁচে ফসল নষ্ট হয়ে গেছে। আমরা গরীব মানুষ । জমিগুলোই আমাদের বেঁচে থাকার অবলম্বন। কিন্তু এই কৃষি জমির উপরেই চলে ক্ষমতাসীনদের জুলুম । গত ১৫বছরে এমন কোন খাল নেই যেইটা ক্ষমতাসীনরা দখল করেনি। কেউ খাল দখল করে রাস্তা করছে। কেউবা খালের উপর বাড়িঘর-দোকান নিমার্ণ করছেন। এভাবেই সব খাল জাগায় জাগায় বাধঁ দেওয়া হয়েছে। খাল বাঁধ দেওয়ার কারণে পানি কোন দিক সরতে পারেনা। আবার শুষ্ক মৌসমে কৃষি জমিতে পানি দেওয়ার মতো কোন ব্যবস্থাও থাকেনা ”।

    সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার জাহাপুর, ধামঘর,নবীপুর পূর্ব, নবীপুর পশ্চিম, মুরাদনগর সদর , রামচন্দ্রপুর উত্তর, রামচন্দ্রপুর দক্ষিণ , আকবপুর, আন্দিকোট, ও শ্রীকাইলসহ ২২ ইউনিয়নের জমিগুলোতে পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার অন্যতম কারণ খালগুলোকে খন্ড খন্ড বাঁধ দিয়ে পানি চলাচলের পথ আটকে রাখা হয়েছে। সাতমোড়া এলাকার কৃষক- রুমান মিয়া, পারভীন আক্তার, আবুল কালাম ও শিউলি আক্তার জানান, “ জমিতে পানি আটকে থেকে লাউ, লাল শাক পুই শাক, কলমি শাক, করলা, আখ, আমন ধানের বীজতলা ও আউশধান পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে ” ।

    মুরাদনগর উপজেলা কৃষি কর্মকতার্ পাভেল খান পাপ্পু জানান, “ বৃষ্টির পানি আটকে ৪ হাজারেরও বেশি কৃষকের ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। কৃষকদের ক্ষয়ক্ষতি নিরুপন করে বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি সহায়তা পেলে কৃষকরা ঘুরে দাঁড়াতে পারবে। অতিবৃষ্টি হলেই জমিতে পানি আটকে থাকে। এই সমস্যার সমাধান করা না গেলে আগামীতে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে। সংবাদ প্রকাশঃ =২১-৯-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments