সিটিভি নিউজ।। এমদাদুল হক সোহাগ:সংবাদদাতা জাানান ====
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগ (বিবিএ) এর স্প্রিং এবং ফল-২০২০ সেমিস্টারের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ফল-২০২৪ এর নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা কোটবাড়ি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসের অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান হয়। জাতীয় সঙ্গীত আর পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিবিএ ফ্যাকাল্টির প্রভাষক আবদুল জলিল। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জাহিদ হাসান, রিদুয়ান ইসলাম রাইয়ান, ইমরান হোসেন, বিদায়ীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন উম্মে কুলসুম মারিয়া।
মুহিন মাহি এবং খাদিজা ইয়াসমিন মিয়ামা এর যৌথ সঞ্চালনায় বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফারহানা আক্তার ইভা।
বিবিএ বিভাগের চেয়ারম্যান ড. খাইরুল ইসলাম জুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ড. মো: তারিকুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক মো: জামাল নাছের, লিবারেল আর্টস অনুষদের ডীন ড. মো: আলী হোসেন চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কাজল, জনসংযোগ কর্মকর্তা মো: এমদাদুল হক সোহাগ প্রমুখ। এসময় বিভাগের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, গুণগত মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সিসিএন বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ ও বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলার জন্য যা যা করা দরকার সব কিছুই করছে। বর্ডারলেস পৃথিবীতে টিকে থাকার জন্য প্রযুক্তিগত জ্ঞান নির্ভর শিক্ষা ব্যবস্থার পাশাপাশি যুগপোযোগী মানবসম্পদ সৃষ্টিতে অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সিসিএন শিক্ষা পরিবার। === সংবাদ প্রকাশঃ =২০-৯-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=