সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি/=================
অভাবগ্রস্থ পরিবারের হাল ধরতে ওমানে পাড়ি জমান রাতুল(২০)। প্রবাস জীবনের বছর না ঘুরতেই গাড়ির চাকায় প্রাণ গেল রাতুললের। বাবা অসুস্থ্য পরিবারের হাল ধরার কেউ নেই। তাই পরিবারের হাল ধরতে দায়দেনা করে, গত (২০২৩ সালের) বছরের অক্টোবর মাসে ওমানে পাড়ি জমান মোঃ রাতুল(২০)। এক বছর না পেরোতেই দুর্ঘটনায় পাড়ি জমান না ফেরার দেশে। প্রবাসী রাতুলের মৃত্যুর খবরে নিহতের পরিবারে বইছে শোকের মাতম।
মোঃ রাতুল (২০) দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের (রশিদ মেম্বার বাড়ির) আঃ রাজ্জাক মিয়ার পুত্র, বর্তমানে দেবীদ্বার পৌর এলাকার ‘পূর্বাশা আবাসিক এলাকা’র বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, গত বছরের অক্টোবরে পরিবারের হাল ধরতে মধ্যপ্রাচ্যের ওমানে পাড়ি জমান রাতুল। সেখানে ওমানের রাজধানী মাসকাটের একটি ফাইভ স্টার হোটেলে কাজ করতেন তিনি। প্রায়ই বিকেলে অবসর পেলে রাজধানীর মেট্রো সেন্টারের পাশে সড়কের ধারে একটি পার্কে বন্ধুদের নিয়ে আড্ডা দিতেন। গত ১৫ সেপ্টেম্বর রবিবার বিকেল ৫ টায় বন্ধুকে নিয়ে ওই পার্কে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ একটি পাইভেট কার বেপরোয়া গতিতে এসে পার্কের ভেতরে ঢুকে রাতুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে তার মৃত্যু হয়।
এক মাত্র পুত্রের মৃত্যুর খবর শুনে নিহতের মা রাজিয়া সুলতানা পুত্র শোকে বারবার মুর্চা যাচ্ছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন রাতুল। পরিবারের তিন মেয়ে এক ছেলের মধ্যে সে সবার ছোট। তিন বোনের বিয়ে হয়ে গেছে। রাতুলের বাবাও উপার্জণ অক্ষম।
পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা আঃ রাজ্জাক মিয়া। সরকারের কাছে শেষ মিনতি, ফিরে পেতে চান প্রবাসী ছেলের লাশ।
ছবি ক্যাপশনঃ নিহত রাতুল(২০) এর ফাইল ছবি। সংবাদ প্রকাশঃ =১৬-৯-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
পরিবারের অভাব ঘুচাতে যাওয়া ওমান প্রবাসী রাতুলের প্রাণ নিল গাড়ির চাকায়; পরিবারে শোকের মাতম
আরো সংবাদ পড়ুন