Thursday, November 14, 2024
spot_img
More

    কুমিল্লায় কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী উদযাপন কমিটির প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    সিটিভি নিউজ।। প্রেস বিজ্ঞপ্তি।। আগামী ১১ ও ১২ রবিউল আউয়াল শরীফ মোতাবেক ১৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ রবিবার ঐতিহাসিক কুমিল্লা টাউনহল ময়দানে অনুষ্ঠিতব্য জশ্নে জুলুছ ও মাহফিলকে সফল ও সার্থক করার লক্ষে গত ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ বেলা ১১.০০ ঘটিকায় কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে ঐতিহ্যবাহী কুমিল্লায় কর্মরত সাংবাদিক, ইলেকট্রনিক্স মিডিয়া ও ফটো জার্নালিষ্টদের সাথে কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া ছাল্লাম উদযাপন কমিটির প্রেস কনফারেন্স অনুষ্ঠিত্ব হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির অর্থ সম্পাদক আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খাঁন আল-মাইজভান্ডারী। সভা পরিচালনা করেন জুলুছ সম্পাদক খাদেম মোহাম্মদ ফিরোজ আল-মাইজভান্ডারী। সভার শুরুতে পবিত্র কালামেপাক থেকে তেলাওয়াত করেন ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার মুদার্রীস হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম আকবরী। না’ত শরীফ পেশ করেন বারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আবদুল কুদ্দুস।স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আলহাজ মাওলানা মোহাম্মদ মাছুম বিল্লাহ মিয়াজী, জেলা সুন্নী ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবদুল মান্নান ও নবীনগর বিশ্ব এলাহী মঞ্জিল সাতমুড়া দরবার শরীফের গদ্দিনশীন পীরে তরীকত এড. শাহ মোহাম্মদ আবদুল কাইয়ূম চিশতী প্রমুখ নেতৃবৃন্দ। দাপ্তরিক কর্ম সম্পাদন করেন দপ্তর সম্পাদক আলহাজ্ব শাহ মোহাম্মদ ইউনুছ গাফ্ফারী বখ্শী। কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া ছাল্লাম উদযাপন কমিটির সার্বিক কর্মকান্ডে সন্তোশ প্রকাশ করে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাব এর সভাপতি কাজী এনামুল হক ফারুক, সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এন কে রিপন, বাসস, বাংলাদেশ বেতার ও দৈনিক রূপসী বাংলা’র প্রতিনিধী অশোক কুমার বড়–য়া, সি.টি.ভি অনলাইন নিউজ এর সম্পাদক ওমর ফারুকী তাপস, ডেইলি প্রেজেন্টাইম এর জেলা প্রতিনিধী তৌহিদ হোসেন সরকার, দৈনিক সবুজ বাংলা’র ষ্টাফ রিপোর্টার আবদুল্লাহ আল মনসুর, দৈনিক রূপসী বাংলা, দৈনিক নবচেতনা ও নিউজ ২৪ এর সম্পাদক ফজলুল হক জয় প্রমুখ সাংবাদিকবৃন্দ। উপস্থিত ছিলেন ফটো জার্নালিষ্ট মোহাম্মদ মীর মারূফ তাসিন, দৈনিক পূর্বাশা’র সিনিয়র রিপোর্টার মোহাম্মদ হাবিবুর রহমান মুন্না, আনন্দ টিভি’র জেলা প্রতিনিধী সৈয়দ আহসান হাবিব পাখি, জেলা আদালতের প্রখ্যাত আবনজীবী ও জীবন বীমা কর্পোরেশন এর সাবেক উন্নয়ন ম্যানেজার এড. মোহাম্মদ আবদুল মালেক খাঁন, সহ-জুলুছ সম্পাদক শাহ মোহাম্মদ ইত্তেহাদুর রশিদ বীপু বখ্শী, মহানগর আহ্লে সুন্নাত ওয়াল জামা’আত এর প্রচার সম্পাদক মোহাম্মদ রায়হান খাঁন, নূরে মদিনা মাদ্রাসার উপদেষ্টা মোহাম্মদ আবুল হাসান বখ্শী, কুমিল্লা পাঠশালা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ইনচার্য মোহাম্মদ আবদুল কাইয়ূম আল আমিন বখ্শী প্রমুখ সাংবাদিক, ইলেকট্রনিক্স মিডিয়া ও ফটো জার্নালিষ্টবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, ১৯৭৪ খ্রিঃ থেকে ধারাবাহিকভাবে কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া ছাল্লাম উদযাপন কমিটির এই জশ্নে জুলুছ ও মাহফিল চলে আসছে। এই কমিটির সভাপতি থাকেন পদাধিকার বলে সিটি কর্পোরেশন এর মেয়র মহোদয় এবং তাঁহার অবর্তমানে প্রশাসক মহোদয়। নেতৃবৃন্দ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া ছাল্লাম উদযাপন ঘোষনা করেছেন এবং ১২ই রবিউল আউয়াল শরীফ সরকারী ছুটি ঘোষনা করেছেন। ঐতিহ্যবাহী এই জশ্নে জুলুছ ও মাহফিলে কুমিল্লার বিভিন্ন দরবার শরীফ, খানকাহ শরীফ, বিভিন্ন সুন্নী সংগঠন ও কুমিল্লার আপামর জনসাধারণ অংশ গ্রহন করে থাকেন। প্রতি বছরই উক্ত জশনে জুলুছ ও মাহফিলে সহযোগীতা রাখার জন্য নেতৃবৃন্দ কুমিল্লার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাংবাদিকবৃন্দের প্রতি অভিনন্দন জানান। এবারেও আগামী ১৫ সেপ্টেম্বর রবিবার ঐতিহাসিক কুমিল্লা টাউনহল ময়দানে অনুষ্ঠিতব্য জশনে জুলুছ ও মাহফিলে সার্বিক সহযোগীতা রাখার জন্য নেতৃবৃন্দ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাংবাদিকবৃন্দের প্রতি উদাত্ব আহবান জানান। উপস্থিত সাংবাদিকবৃন্দ আল্লাহপাকের পেয়ারা হাবিব ছরকারে দো’আলম ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া ছাল্লাম এর বেলাদত শরীফের এই দিনে জশনে জুলুছ ও মাহফিলে উপস্থিতিসহ সার্বিক সহযোগীতার আশ^াস দেন। নেতৃবৃন্দ আগামী ১১ ও ১২ রবিউল আউয়াল শরীফ মোতাবেক ১৫ সেপ্টেম্বর রবিবার ঐতিহাসিক কুমিল্লা টাউনহল ময়দানে অনুষ্ঠিতব্য জশ্নে জুলুছ ও মাহফিলে দল-মত নির্বিশেষে সকলকে ব্যানার-মিছিল সহকারে উপস্থিত হওয়ার জন্য উদাত্ত¡ আহবান জানান।

    বার্তা প্রেরক
    আলহাজ্ব শাহ মোহ্ম্মাদ ইউনুছ গাফ্ফারী বখ্শী
    দপ্তর সম্পাদক । সংবাদ প্রকাশঃ =১৫-৯-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments