সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার ==================
কক্সবাজার টেকনাফ উপজেলা ভারী বৃষ্টিতে এখন পর্যন্ত ৫০টি'র বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে কম হলেও ১০/১৫ হাজার পরিবার পানি বন্দী রয়েছে। এ-র ফলে ফসলী জমি, ক্ষেত খামার, চিংড়ি মাছের প্রজেক্ট ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মঙ্গলবার থেক টানা তিন দিন ভারী ও মাঝারি বৃষ্টি শুরু হয়।
প্লাবিত হওয়া ৫০টি গ্রামের মধ্যে রয়েছে হোয়াইক্যং ইউনিয়নের ৬টি গ্রাম, হ্নীলা ইউনিয়নের ৫টি গ্রাম, টেকনাফ পৌরসভার ৪টি গ্রাম, টেকনাফ সদর ইউনিয়নের ২টি গ্রাম, সাবরাং ইউনিয়নের ৩টি গ্রাম, বাহারছড়া ইউনিয়নের ২টি গ্রাম প্লাবিত হয়েছে। এবং সেন্টমার্টিন দ্বীপেও নিম্মা অঞ্চল এলাকা প্লাবিত হওয়ার খবর জানিয়েছেন স্থানীয় নুরুল আবছার নামে এক বাসিন্দা।
ওয়াব্রাং এলাকার এক বাসিন্দা বলেন, নাফনদীর স্রুলিশের কাছ চলছে, যার কারণে জোয়ারের পানি গ্রামে চলে আসে, এবং কৃষি ফসল নষ্ট হয়ে যাচ্ছে।
হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানিয়েছেন, তার ইউনিয়নের প্রায় ৩/৪ গ্রামের ৪ হাজার বেশি পরিবার পানিবন্দী রয়েছে। এসব গ্রাম হল, জালিয়াপাড়া, সাইটপাড়া, ফুলের ডেইল, আলী আকবর পাড়া, রঙ্গিখালী লামার পাড়া, আলীখালি, চৌধুরী পাড়া, পূর্ব পানখালী, মৌলভীবাজার লামার পাড়া, ওয়াব্রাং,সুলিশপাড়া , পূর্ব সিকদার পাড়া। এসব গ্রামের চলাচলের রাস্তা পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগও বিচ্ছিন্ন রয়েছে। এবং আজকে মাইকিং করার হচ্ছে পাহাড় ধসে পড়ার আশঙ্কা আছে, সবাই কে সতর্ক থাকার জন্য জানানো হয়েছে
হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি জানিয়েছেন, লম্বা বিল, উলুবনিয়া, আমতলি, মিনাবাজার, উনচিপ্রাং, কাঞ্চনপাড়া, কুতুবদিয়াপাড়া, রইক্ষ্যং গ্রাম প্লাবিত হয়েছে। এতে সাড়ে ৩০০ পরিবার সব চেয়ে বেশি প্লাবিত।সংবাদ প্রকাশঃ =১৪-৯-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=