Wednesday, January 22, 2025
spot_img
More

    বন্যার পরবর্তী সময়ে ব্রাহ্মণপাড়া মাছ ধরার ‘চাই’ আন্তার কদর বাড়ছে

    সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ====
    বন্যার পরবর্তী সময়ে মাঠ-ঘাট, খাল-বিল-নদীতে পানি আর পানি। আর পানিতে নানা প্রজাতির দেশীয় মাছের ছড়াছড়ি। ব্রাহ্মণপাড়ার বিভিন্ন উপজেলার গ্রামে গ্রামে এখন মাছ ধরার ‘চাই’ বা আন্তার খুব কদর বেড়েছে।
    ব্রাহ্মণপাড়া উপজেলায় মাছ ধরার ‘চাই’ বা আন্তা নামে পরিচিত। যারা এই আন্তা বানাচ্ছেন তারা পরিচিত মাহালি নামে। কুমিল্লায় মাহালিরা এখন চাই বা আন্তা তৈরিতে ব্যস্ত সময় পর করছেন। পেশাদার ও শখের জেলেরা মাছ ধরার আন্তা কিনতে ভিড় জমাচ্ছেন হাটে-বাজারে বিক্রেতাদের কাছে।গতকাল উপজেলার সাহেবাবাদ বাজারে গিয়ে দেখা মিলে এ চিত্র।
    প্রতি বছর বর্ষার শেষে বিভিন্ন মাঠ-ঘাটে খাল-বিলে ডিম ছাড়ে বিভিন্ন জাতের দেশীয় মাছ। বর্ষা শেষে ওইসব মাছের ডিম কাদামাটিতে পড়ে থাকে এবং মাটির ভেতর রয়ে যায়। আবার বর্ষা শুরু হলে, বর্ষার পানিতে মাটি নরম হয়ে ওইসব ডিম থেকে মাছের জন্ম হয়। এখন এসব দেশি জাতের মাছগুলো ঘুরে বেড়াচ্ছে পানি জমে থাকা ধান ক্ষেতে আর ডোবা নালায়। এসব মাছ ধরতেই নানাজন হাট-বাজার থেকে আন্তা ক্রয় করছেন।
    ব্রাহ্মণপাড়া উপজেলার হাট বাজারে গেলে দেখা যায়, হাতের তৈরি বিভিন্ন রকমের ছোট বড় আন্তা চাই ও পলই দোকানে সাজিয়ে রেখেছেন। আর তা কিনতে ভিড় করছেন অনেকেই। মাহালিরা এ সব জিনিস বিক্রি করছেন ছোট চাই ৩০০ টাকা থেকে ৬০০ টাকা, মাঝারি ৭০০ টাকা, বড় আন্তা ১হাজার টাকা থেকে প্রায় দেড় হাজার টাকা বিক্রি করছেন। সাহেবাবাদ বাজারে আসা দীর্ঘভুমি গ্রামের আশ্রাফ, নন্দিপাড়া গ্রামের খায়ের, আলী আহমেদসহ অনেকেই বলছেন, এবছর প্রতিটি আন্তার দাম বেশি নিচ্ছেন। বাজারে আসা বিক্রতারা বলছেন, সব জিনিসের দাম বেশি, আমাদের লাভ কম।
    আন্তা কিনতে আসা আরিফুল ইসলাম বলেন, আমার বাড়ি শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামে। আমাদের গ্রামের আশপাশের ধানিজমি ও ছোট ছোট ডোবা নালা বন্যার পানিতে ভরে গেছে। আর সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন জাতের দেশি মাছ। বর্ষাকালে মাছ ধরা আমার নেশা। একটা বড় সাইজের আন্তা নিলাম সাড়ে ৯ শত ৭৫ টাকা দিয়ে।

    আরেক জন আন্তা কিনতে আসা নাইঘরের শফিক বলেন, বর্ষাকালে আমি কখনো মাছ কিনে খাই না। প্রতি বছর বন্যা বা বর্ষায় বিভিন্ন খালে আন্তা, ফেলুন জাল, কুনি জাল দিয়ে মাছ ধরি। আজ আমি একটা ফেলুনজাল ও একটা আন্তা কিনলাম।
    ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজারের মাহালি সমির দাস বলেন, আগের মতো তো আর আমাদের তৈরি জিনিসপাতির বিক্রি নাই। তবে বর্ষাকাল আসলে একটু বেশি মাছ ধরার আন্তা এবং ফলই বিক্রি হয়।

    দেবিদ্বার উপজেলার বুড়ির পাড়ের মাহালি কমল দাস বলেন, এই কাজে আমাদের আর লাভ হয় না। একটা বাঁশের দাম ৪৫০ থেকে ৫ শত টাকা। তা দিয়ে ১২ থেকে ১৫ টা আন্তা তৈরি হয়, তা তৈরির মজুরি দিতে হয় ৬ শত থেকে ৮ শত টাকা। এতে তেমন লাভ হয় না। বাপ-দাদার কর্ম ছাড়তে পারি না। এতে সংসার চালানো মুশকিল। আমরা যা করছি, আমাদের ছেলেদের আর এই কর্ম করতে দেবো না। সংবাদ প্রকাশঃ =১৩-৯-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments