সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় প্রয়াত জাপার এমপি নাসিম ওসমানের ছেলে ও পলাতক আওয়ামী গডফাদার শামীম ওসমানের ভাতিজা সশন্ত্র ক্যাডার বাহিনীর প্রধান আজমেরী ওসমানের গাড়িচালকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজমেরী ওসমানের বিরুদ্ধে ত্বকীকে অপহরণের পর হত্যার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তারকৃত গাড়ি চালকের নাম জামশেদ শেখ (৩৬)।
র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, আজ ভোর ৪টা ৪৫ মিনিটে ঢাকার মিরপুর এলাকা থেকে জামশেদকে গ্রেপ্তার করা হয়। ত্বকী হত্যার সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে। এর আগে ত্বকী হত্যার ঘটনায় রবিবার ও সোমবার সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও কাজল হাওলাদার নামে তিন জনকে গ্রেপ্তার করে র্যাব। তারা ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগী। র্যাবের তদন্ত তালিকায় তাদের নাম ছিল। বর্তমানে রিমান্ডে তাদের র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংবাদ প্রকাশঃ =১১-৯-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=