Thursday, January 23, 2025
spot_img
More

    কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সূচনা, টুটুল, বাবলুসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা

    সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি=============
    ছাত্র-জনতার আন্দোলনের সময় কুমিল্লা কোটবাড়ি নন্দনপুরে সশস্ত্র হামলা ও গুলি করে আহতের ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাহসীন বাহার সূচনা, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ ১০৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে। আন্দোলনে গুলিবিদ্ধ নগরীর ২৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো: আবু সাঈদ বাদী হয়ে সোমবার (৯ সেপ্টম্বর) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় এ মামলা দায়ের করে। সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

    মামলার আসামিরা হলেন- ১। তাহসিন বাহার সূচনা (৪০), পিং- আবুল খায়ের মোহাম্মদ বাহার উদ্দিন বাহার, সাং-৪০১. মনোহরপুর, মুন্সেফবাড়ি, ২। আমিনুর ইসলাম টুটুল (৫৮), পিং-রফিকুল ইসলাম, সাং-ধর্মপুর, ৩। আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ (৫৭), আহবায়ক, মহানগর যুবলীগ, পিং-সেতু মিয়া, সাং-মুরাদপুর, ৪। জহিরুল ইসলাম রিন্টু (৪৮), স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, কুমিল্লা মহানগর, পিং-সিরাজুল ইসলাম, সাং-কুমিল্লা, ৫। হাবিবুল আল আমিন সাদি (৪৫), ১১ নং ওয়ার্ড কাউন্সিলর, পিং-মৃত এবিজে সালেহীন প্রকাশ বকু মিয়া, সাং- মুন্সেফবাড়ি, ১১ নং ওয়ার্ড, ৬। সরকার মাহমুদ জাবেদ (৫০), ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর, কুমিল্লা সিটি, পিং- মৃত আব্দুর রব মোক্তার, সাং-রেইসকোর্স, সর্বথানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ৭। আব্দুল সাত্তার (৪০), ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর, কুমিল্লা সিটি, পিং-মন্ত্র মিয়া, সাং-গোয়ালমথন, ৮। আব্দুল মালেক ভূঁইয়া (৫০), পিং-মৃত আশু মিয়া ভূইয়া, সাং-শ্রীবল্লভপুর, পশ্চিমপাড়া, ৯। আব্দুল হাই বাবলু (৬০), চেয়ারম্যান, সদর দক্ষিন উপজেলা পরিষদ, পিং-অজ্ঞাত, সাং-শাকতলা, পো: কুমিল্লা, ১০। মো: এমদাদ উল্লা (৪৬), কাউন্সিলর, ২৫ নং ওয়ার্ড, কুমিল্লা সিটি, পিং-হালিম মিয়া, সাং-লক্ষীপুর প্রকাশ্য লইপুরা, ১১। রাশেদ (৫০), পিং-মৃত আব্দুর রেজ্জাক, সাং-রাজাপাড়া, ১২। শাহিন আহাম্মেদ (৫২), পিং-অলি আহাম্মেদ, সাং-রাজাপাড়া, সর্বথানা-সদর দক্ষিন মডেল, জেলা-কুমিল্লা, ১৩। কাউছার খন্দকার (৪২), পিং-মনু মিয়া খন্দকার, সাং-দক্ষিন চর্থা, হোচ্ছা মিয়া স্কুলের পিছনে, ১৪। আতিক উল্লা খোকন ( ৬৯), পিং-নুরুল ইসলাম, সাং-ঝাউতলা, উভয় থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ১৫। আকবর (৪২), পিং-মৃত তাজুল ইসলাম, সাং- নেউরা, সদর দক্ষিন মডেল থানা, কুমিল্লা, ১৬। হাসান রাফি রাজু (৪৫), পাঁচথুবী ইউপি চেয়ারম্যান, পিং-নমৃত আব্দুল হালিম, সাং-পাঁচথুবী, থানা-কোতয়ালী, কুমিল্লা, ১৭। কাজী মোজাম্মেল (৫৫), চেয়ারম্যান, ০৪ নং আমড়াতলী ইউনিয়ন, কোতয়ালী থানা, কুমিল্লা, ১৮। দুলাল হোসেন অপু (৪৫), পিং-অজ্ঞাত, সাং- শ্রীমন্তপুর, ১৯ । এরশাদ (৫৯), পিং-ছিদ্দিকুর রহমান, সাং-ঢুলিপাড়া দক্ষিন রসুলপুর, ২০। এনামুল হক টিপু (৪৫), পিং-মৃত বজলুল হক, সাং-উত্তর রসুলপুর ঢুলিপাড়া, ২১। দুলাল মজুমদার (৫২), পিং-আজিজ মজুমদার, সাং-পাঠানকোট, ২২। আব্দুর রেজ্জাক (৫৫), পিং- আব্দুল জব্বার, সাং-পাঠানকোট, ২৩। জসিম উদ্দিন (৪৫), পিং-আবু মিয়া খলিফা, সাং-ধনাইতরী, ২৪। দেলোয়ার হোসেন মজুমদার (৫০), পিং-মৃত নজরুল ইসলাম, সাং- ধনাইতরী, সর্বথানা- সদর দক্ষিন মডেল, জেলা-কুমিল্লা, ২৫। নজরুল ইসলাম (৪৬), পিং-মৃত সুরুজ মিয়া, সাং-নোয়াপাড়া, ২৬। মনিরুল ইসলাম (৪৮), পিং-ওমর আলী, সাং-ভাটকেশ্বর, ২৭। তাজুল ইসলাম মেম্বার (৪০), পিং-মৃত সুরুজ মিয়া, সাং-নোয়াপাড়া, সর্বথানা-কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা, ২৮। বিল্লাল মুহুরী (৪৫), পিং-মৃত মো: আলী মিয়া, সাং-কুন্দারগড়া, ২৯। শাহজালাল মেম্বার (৪৭), পিং-সুলতান আহাম্মেদ, সাং-নলকুঁড়ি, ৩০। আজাদ হোসেন (৫৩), পিং-হাজী আব্দুল লতিফ, সাং- কুন্দারগড়া, ৩১। হাবিব মিয়া (২৮), পিং-মৃত চারু মিয়া, সাং-মহেশপুর, ৩২। নাইম মেম্বার (৪৫), পিং- মৃত শফিক ডাক্তার, সাং-জঙ্গলপুর, ৩৩। আব্দুল সাত্তার রাজন (৫৫), পিং-মৃত আব্দুর রশিদ, সাং- রাজেন্দ্রপুর, ৩৪। মো: ফারুক হোসেন (২৫), পিং-রাজন মিয়া, সাং-ঐ, ৩৫। আবুল খায়ের সরকার (৫৫), পিং-বশির উল্লা কেরানী, সাং-ধনিশ্বর, ৩৬। সাইফুল ইসলাম মামুন (৩০), পিং-মৃত মাওলানা এছহাক, সাং- বাউবন্দ, ৩৭। ইমরান খন্দকার মিঠু (৫০), পিং-ছিদ্দিকুর রহমান খন্দকার, সাং-ধনিশ্বর, ৩৮। মোঃ ওহাব (৩০), পিং-ইনু মিয়া, সাং-ধনিশ্বর, ৩৯। হেলাল (২৭), পিং-এরশাদ মিয়া, সাং-বাউবন্দ, ৪০। মিজানুর রহমান (২৮), পিং-মৃত আব্দুল হাকিম, সাং-বাউবন্দ, ৪১। মোজাম্মেল হক বুলু (৫৫), পিং-মুজাফ্ফর কেরানী, সাং-বাউবন্দ, ৪২। মো: নজির আহাম্মেদ (৫৫), পিং-মৃত সোনা মিয়া, সাং-দিশাবন্দ, ৪৩। মোঃ সাখাওয়াত হোসেন বাচ্চু (৪৫), পিং-মৃত আঃ কাদের, ৪৩। মো: জাকির হোসেন (৪২), পিং-মৃত সোনা মিয়া, ৪৪। দুলাল মিয়া (৫৬), পিং-চারু মিয়া, ৪৫। খালেদ (৩২), পিং-মো: আব্দুল মতিন, ৪৬। মিলন মিয়া (৫২), পিং-মৃত বজলুর রহমান মন্দার, সর্বসাং-দিশাবন্দ, পো: রাজাপাড়া, ৪৭ । শাহপরান (৩২), পিং- মো: আনোয়ার হোসেন, ৪৮। নাজিম আহাম্মেদ (৩২), পিং-জয়নাল আবেদীন, উভয় সাং-লক্ষীনগর, ৪৯। আতিকুর রহমান (৪৫), পিং-মৃত মোসলেহ উদ্দিন স্যার, ৫০। সোলেমান মিয়া মিষ্টার (৪০), পিং-সামছু মিয়া, উভয় সাং-দিশাবন্দ, ৫১। মো: আনোয়ার হোসেন (৫৮), পিং-মৃত আ: হামিদ, সাং-লক্ষীনগর, ৫২। শাহজালাল প্রকাশ আলাল (৩৫), পিং-মৃত আলী হোসেন, সাং-চাঙ্গিনী, পো: হালিমানগর, ৫৩। মনির হোসেন (৫৫), পিং-মৃত আলী হোসেন, সাং-চাঙ্গিনী, পো: হালিমানগর, ৫৪। শাকিল আহাম্মেদ (৩০), পিং- মনির হোসেন, সাং-চাঙ্গিনী, ৫৫। মাহফুজ মিয়া (৩৫), পিং-চারু মিয়া, সাং-চাঁনপুর, সর্বথানা- সদর দক্ষিন মডেল, জেলা-কুমিল্লা, ৫৬। সজীব (৩০), পিং-মৃত ওহাব মিস্ত্রি, সাং-সংরাইশ ৫৭। রবিন (২৫), পিং-মৃত শাহ আলম, সাং-চকবাজার, সর্বথানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ৫৮। শাহজাহান (৪১), পিং-আলী, সাং-উলুরচর, স্বর্ণকার বাড়ি, সদর দক্ষিণ মডেল থানা, কুমিল্লা, ৫৯। রবিউল আওয়াল সুমন ভাঙ্গারী (৪০), পিং-মৃত আব্দুল বারেক, সাং-২য় মুরাদপুর, কোতয়ালী থানা, কুমিল্লা, ৬০। বাবুল (৪৫), পিং-আব্দুল মান্নান, সাং-গ্রাম চৌয়ারা, ৬১। জাকির হোসেন (৫৫), কাউন্সিলর, ১৯ নং ওয়ার্ড, কুমিল্লা সিটি, পিং-আব্দুল মান্নান, সাং-নেউরা, উত্তরপাড়া, ৬২। গোলাম জিলানী (৬০), পিং-মৃত আব্দুল আজিজ, সাং-চুলিপাড়া, ৬৩। বাবুল প্রকাশ্য ভূমি বাবুল (৫০), পিং-মৃত মোহন মিয়া, স্থায়ী সাং-ধনিশ্বর, বর্তমান সাং-নেউরা, সর্বথানা-সদর দক্ষিন মডেল, জেলা-কুমিল্লা, ৬৪। হানিফ মাহমুদ (৪০), কাউন্সিলর, ১৭ নং ওয়ার্ড, কুমিল্লা সিটি, পিং-মৃত ইদ্রিস মিয়া, সাং-কুমিল্লা, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ৬৫। কাজী সালেহ আহাম্মেদ (৬০), ১৯ নং ওয়ার্ড, বিবাহ রেজিষ্টার, পিং-অজ্ঞাত, সাং-রাজাপাড়া, ৬৬। নাজমুল হাসান চৌধুরী কামাল (২৮), পিং-বাহারুল হক চৌধুরী, সাং-ঢুলিপাড়া, উত্তর রসুলপুর, ৬৭ মীর কাশেম (৪২), পিং-মৃত নাসির হোসেন, সাং-নেউরা, ৬৮। জামাল উদ্দিন সোহেল (৪২), পিং-মৃত কামাল উদ্দিন, সাং- নেউরা, সর্বথানা-সদর দক্ষিন মডেল, কুমিল্লা, ৬৯ এসএম সাকিব (৩০), ছাত্রলীগ সহ-সভাপতি, পিং-
    বজলুল করিম, সাং-বি, পাড়া, বাজার সংলগ্ন পূর্ব পাশে, থানা-বি, পাড়া, কুমিল্লা, ৭০। মোস্তফা আহাম্মেদ (৩০), পিং-মৃত জয়নাল আবেদীন মেম্বার, সাং-পাঙ্গুরিয়াপাড়া, ৭১। দেলোয়ার হোসেন (৩৫), পিং-আব্দুল মিয়া, সাং-পাথুরিয়াপাড়া, ৭২। মামুনুর রশিদ (২৫), পিং- আব্দুর রশিদ, সাং-২য় মুরাদপুর, ৭৩। রানা (২৫), পিং-দেলোয়ার হোসেন দেলু, সাং-পাথুরিয়াপাড়া, সর্বথানা-কোতয়ালী, কুমিল্লা, ৭৪। মো: সাইফুল ইসলাম লিটন (২৮), পিং-ছিদ্দিকুর রহমান, সাং-আশ্রাফপুর, মস্তান আবাসিক, ৭৫। মো: হোসেন, পিং- আব্দুল কাদের, সাং-ঐ, উভয় থানা-সদর দক্ষিন মডেল, জেলা-কুমিল্লা, ৭৬। গেনু হাজী (৭০), পিং-অজ্ঞাত, সাং-গোয়ালমান, ৭৭। জাহাঙ্গীর হোসেন (৫৫), পিং-মৃত সিরাজুল ইসলাম মেম্বার, সাং-গোয়ালমनন, ৭৮। সাইফুল ইসলাম (২৫), পিং-জাহাঙ্গীর হোসেন ড্রাইভার, সাং-গোয়ালমান, ৭৯। হাবিব মিয়া (৪৫), পিং- অজ্ঞাত, সাং-চৌয়ারা ধনপুর, ৮০। মোজাম্মেল হক মজুমদার (৫২), পিং-মৃত জয়নাল আবেদীন মজুমদার, সাং-ঢুলিপাড়া, ৮১। শাহ আলম (৪৫), পিং-মমতাজ উদ্দিন, সাং-দক্ষিন রামপুর, ৮২। মো: সৈয়ন খায়রুল বাশার (৪৭), পিং- আব্দুর রশিদ, সাং-জঙ্গলপুর, ৮৩। আব্দুল হক (৪২), পিং-ফজলু মিয়া, সাং-ছলিপাড়া, দক্ষিন রসুলপুর, ৮৪। লিটন মিয়া (৪০), পিং-মৃত উত্তর আলী, সাং-চুলিপাড়া দক্ষিন রসুলপুর, ৮৫। আব্দুল লতিফ (৪৫), পিং-মো: মৃত মন্ত মিয়া, সাং-গোয়ালমথন, ৮৬। আবুল কালাম (৪৫), পিং-অজ্ঞাত, সাং- ধনপুর, ৮৭। মো: মাসুক মিয়া (৪৫), পিং-মৃত বারেক মাষ্টার, সাং-কালিকাপুর, ৮৮। কামরুল হোসেন (৩৫), পিং-হামিদ আলী, সাং- ২১ নং ওয়ার্ড, হিন্দুপাড়া, আশ্রাফপুর, ৮৯। আব্দুল অদুদ (৫০), পিং- অজ্ঞাত, সাং-গ্রাম চৌয়ারা, ৯০। আব্দুল খালেক (৪৫), পিং-অজ্ঞাত, সাং-গ্রাম চৌয়ারা, ১১। ছফিউল্লাহ (৩৫), পিং-মৃত চারু মিয়া, সাং-কালিকাপুর, ৯২। মো: রিয়াদ (২৮), পিং-মৃত আলী আক্কাস, সাং-লক্ষীপুর প্রকাশ লইপুরা, ১৩। মেহেরাজ হোসেন রাজ (৩৫), পিং-অজ্ঞাত, সাং-গ্রাম চৌয়ারা, ৯৪। মোঃ তৌকির (২৮), পিং-মোমিন মিয়া, সাং-লক্ষীপুর প্রকাশ লইপুরা, ৯৫। রাহাত (৪০), পিং-খোরশেদ আলম, সাং- কালিকিংকরপুর, ৯৬। সামাদ মিয়া (৫৫), পিং-মৃত অজ্ঞাত, সাং-লক্ষীপুর প্রকাশ লইপুরা, ৯৭। হাজী হারুন (৬০), পিং-সিরাজুল ইসলাম মাষ্টার, সাং-বাউবন্দ, ৯৮। কামরুল হাসান সোহাগ (৪৩), পিং-হারুনুর রশিদ, সাং-গোয়ালমথন, ৯৯। মো: জুয়েল রানা (৪২), পিং- বাদশা মিয়া, সাং-নেউরা, ১০০। হারুন মিয়া (৬০), পিং-মৃত বসু মিয়া, সাং-গোয়ালমঘন, সর্ব থানা- সদর দক্ষিন মডেল, জেলা-কুমিল্লা, ১০১। মোঃ কালাম (৫৫), পিং-মৃত আবুল কাশেম খন্দকার, সাং-পশ্চিম চর্চ্চা, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ১০২। ইমরান হোসেন (৩০), পিং-রুক মিয়া, সাং-রায়পুর, ১০৩। মো: হোসেন মিয়া (৪০), পিং- আনু মিয়া, সাং- রায়পুর, ১০৪। নুর আহাম্মদ মাষ্টার (৬৮), পিং-আব্দুল হক মজুমদার, সাং-কমলাপুর, ১০৫। সোহেল (৪৫), পিং-এয়াছিন মিয়া, সাং-লক্ষীপুর, থানা- সদর দক্ষিন মডেল, জেলা-কুমিল্লা। সংবাদ প্রকাশঃ =১০-৯-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments