কুমিল্লার মুরাদনগরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন, উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে :===============
কুমিল্লার মুরাদনগরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন উপজেলা বিএনপি। রবিবার বিকেলে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, আলহাজ¦ শাহআলম সরকার।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুক আহম্মেদ বাদশার উপস্থাপনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সোহেল আহম্মেদ বাবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাছান আহম্মেদ, উপজেলা কৃষক দলের আহবায়ক নায়েব আলী ও যুবদল নেতা মাসুম মুন্সী প্রমুখ।
সভায় বিএনপির নেতারা বলেন, স্বচ্ছতার মাধ্যমে বিএনপির নেতা-কর্মীরা দেশ পরিচালনার জন্য এগিয়ে যাবে। সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কন্ঠরোধ ও বাক স্বাধীনতা হরণ করেছিল স্বৈরাচার সরকার। ছাত্র-জনতার আন্দোলনে সেই স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এখন স্বাধীন ভাবে সাংবাদিকরা লিখতে পারবেন। আপনারা বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে বিগত ১৬ বছরের শাসনামলের অনিয়মগুলো তুলে ধরে সামাজকে কলংক মুক্ত করবেন। নেতারা আরো বলেন, গত ৪ আগস্টের পর থেকে সারাদেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে, সেটা নির্যাতিত সাধারণ মানুষ ও ছাত্র-জনতার ক্ষোভের বাহিঃপ্রকাশ। সংবাদ প্রকাশঃ =০৯-৯-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=