সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান =====
কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শনিবার সারাদিন উপহার সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ইউজিডিপি প্রকল্পের একটি টিম। ইউজিডিপি প্রকল্পে কর্মরত ইউডিএফগণের আর্থিক সহায়তায় এই উপহার বিতরণ করা হয়। বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের মাঝিপাড়া এবং বাকশিমুল ইউনিয়নের বাকশিমুল গ্রামের ১৬০ টি পরিবারের মাঝে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, তেল, চিনি, লবণ, পেয়াজ, রসুন, মরিচ, হলুদ, মশার কয়েল ইত্যাদি।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এর উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব উপকরণ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তার উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ইউজিডিপি প্রকল্পের ইউডিএফদের আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বুড়িচং উপজেলার দায়িত্বপ্রাপ্ত ইউডিএফ
মোহাম্মদ ছফি উল্লাহ এর নেতৃত্বে প্রকল্পের সকল ইউডিএফগণের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রায়হান কবির পলাশ, জাহিদুল ইসলাম, রিজওয়ান আহমেদ, সোহেল রানা, আবু বকর সিদ্দিক, মোঃ ইসমাইল হোসেন। সংবাদ প্রকাশঃ =০৮-৯-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
বুড়িচং উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ইউজিডিপি প্রকল্পের ইউডিএফদের ত্রাণ বিতরণ
আরো সংবাদ পড়ুন