Wednesday, January 22, 2025
spot_img
More

    কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

    সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি ================
    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুষ্ঠু, সুন্দর, এবং নির্বিঘ্নে উদযাপনের লক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও স্থানীয় পূজামন্ডপ কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কালীগঞ্জে সর্বজনীন কালীমন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কালীগঞ্জ শাখায় উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভাটি পূজা উদযাপন কমিটির কালীগঞ্জ শাখার সভাপতি রবিন দত্তের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ,কালীগঞ্জ উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হামিদুল ইসলাম হামিদ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তবিবুর রহমান মিনি ,উপজেলা জামাত ইসলামের আমির ওলিয়ার রহমান,নায়েবে আমির আবু মোতালেব,উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু,উপজেলার যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল জামান রনি,পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বুলবুল আহম্মেদ। ঝিনাইদহ জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র বিশ্বাস,ঝিনাইদহ জেলার ছাত্রযুব ঐক্য পরিষদের সভাপতি শিপন ঘোষ,বাংলাদেশ পূজা উদয়াপন কমিটির জেলার সহ সভাপতি প্রভাত ব্যানার্জী,পূজা উদযাপন কমিটির জেলার সহদপ্তর সম্পাদক ও সাংবাদিক মানিক ঘোষ,পূজা উদযাপন কমিটির উপজেলার সাধারন সম্পাদক প্রাশন্ত খাঁ,সাংগঠনিক সম্পাদক বিপ্লব বিষ্ণু,পৌর সভাপতি মহেন বিশ্বাস,সাধারণ সম্পাদক সুজিত মন্ডল,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সভাপতি তিথি রানী ভদ্র,প্রশান্ত বসু সহ অনেকে। কালীগঞ্জে উপজেলায় ৯৮ টি পূজামন্ডপে সভাপতি ও সাধারন সম্পাদকদের নিয়ে আলোচনা করেন।দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তার জন্য করণীয় ও বর্জনীয় নির্দেশনা উল্লেখ করেছেন।সুন্দর সুষ্ঠু ভাবে পূজাটা সকলে মিলে মিশে করার কথা উল্লেখ করেন।জামাতের আমির ওলিয়ার রহমান জানান কোন ব্যক্তি পূজা মন্ডবে বিশৃঙ্খলা করলে তাদেরকে বেধে আমাদের খবর দিবেন আমরা তার ব্যবস্থা নিবো। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা প্রতিনিধি নারায়ন চন্দ্র বিশ্বাস জানান আযান ও নামাজের সময় মসজিদ পার্শ্ববর্তী পূজামন্ডপগুলোতে পূজা চলাকালে এবং বিসর্জনকালে শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখা ও উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহার থেকে বিরত থাকা, রাতে প্রতিমা নির্মান স্থান ও পূজামন্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা, পূজা চলাকালে হাউজি, জুয়া, আতশবাজি ও পটকা ফুটানো ইত্যাদি কার্যক্রম থেকে বিরত থাকা, মাদকের ব্যবহার, ইভটিজিং ও ছিনতাই প্রতিরোধে সর্বদা সচেতন থাকা, মন্ডপে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/ চার্জার লাইটের ব্যবস্থা রাখা।পূজা চলাকালে মন্ডপের অভ্যন্তরে অশ্লীল নৃত্য/ডিজে গান পরিবেশন না করা, প্রতিটি পূজা কমিটিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে কমিটি গঠন, আতশবাজি নিষিদ্ধ, সাউন্ড বক্স, মাইক ব্যবহারে নির্ধারিত সময় সূচি মানা, মন্ডপের আশেপাশে অপরিচিত বা সন্দেহভাজন কোন লোক ঘুরাফেরা করলে সাথে সাথে পুলিশকে জানানো, আইন শৃংখলা রক্ষার নিমিত্তে নারী ও পুরুষদের জন্য পৃথক পৃথক প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা গ্রহন, দশমীর দিন রাত ৮টার মধ্যে মন্ডপ নির্ধারিত স্থানে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করা।বিসর্জনকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সতর্কদৃষ্টি রাখতে হবে বলে নির্দেশ প্রদান ও পূজা উদযাপন কমিটির সকলস্থরের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। সংবাদ প্রকাশঃ =০৭-৯-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments