কু‌মিল্লায় বিএনপি ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পা‌লিত

সিটিভি নিউজ।। । নিজস্ব প্রতি‌বেদক,কু‌মিল্লা ।। কু‌মিল্লায় বন‌্যার্ত‌্য ক্ষ‌তিগ্রস্থ‌দের মা‌ঝে খাদ‌্য সামগ্রী বিতরণ ও দোয়া মাহ‌ফিল মোনাজা‌তের মধ‌্যদি‌য়ে পা‌লিত হ‌য়ে‌ছে। সকা‌লে ‌লাকসাম থানা রো‌ডের বিএন‌পি দলীয় প্রধান কার্য‌্যাল‌য়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সং‌ক্ষিপ্ত আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন কেন্দ্রীয় বিএন‌পির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম । ‌ তি‌নি বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ ক‌রে তাদের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত‌্যায় ব‌্যক্ত ক‌রেন। সকল‌কে ঐক‌্যবদ্ধ ভা‌বে বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমা‌নের হাত‌কে শ‌ক্তিশালী কর‌তে কাজ করার আহবান জানান। এসময় উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা বিএনপির আহবায়ক আব্দুর রহমান বাদল,সদন‌্য স‌চিব নূর হো‌সেন,পৌর বিএন‌পির আহয়ক আব্দুল হাসেম মানু ,সদস‌্য স‌চিব আবুল হোসেন মিলনসহ বিএন‌পি,স্বেচ্ছা‌সেবকদল যুবদল,ছাত্রদলসহ অঙ্গ সহ‌যো‌গি সংগঠ‌নের নেতাকর্মীরা। প‌রে দোয়া মোনাজাত শে‌ষে লাকসাম ও ম‌নোহরগঞ্জ উপ‌জেলার ১০হাজার বানভাসী মানু‌ষের মা‌ঝে বিএন‌পি‌নেতা আবুল কালা‌মের ব‌্যা‌ক্তিগত পক্ষ থে‌কে প্রত্যেক‌কে চাল,ডাল,তৈল নিত‌্যপ‌ণে‌্যর ১২‌কে‌জি খাদ‌্য সামগ্রী বিতরন ক‌রা হ‌য়ে‌ছে। সংবাদ প্রকাশঃ ১-৯-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন