সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ========
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ে বন্যা কবলিত হয়ে আশ্রয় নেয়া পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার নাইঘর গ্রামের মৃত সেনু মিয়ার ছেলে মোঃ বাবু (২৫) এর বিরুদ্ধে এ অভিযোগ উঠে। অভিযুক্ত বাবুকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গ্রেফতার করে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।
এজহার সূত্রে জানা যায়, নাইঘর গ্রামে বন্যার পানি কবলিত হওয়ায় মেয়েটির বাবা স্ব-পরিবারে আশ্রয় কেন্দ্র, ব্রাহ্মণপাড়া ভগবান সরকারী উচ্চ বিদ্যালয়ের ৫ম তলায় বসবাস শুরু করে।
তাদের পরিবারের লোকজন বেশি হওয়ায় ভগবান সরকারী উচ্চ বিদ্যালয়ের ৫ম তলায় একসাথে থাকার সু-ব্যবস্থা না থাকায় ছোট ছোট তিন মেয়েকে ৩য় তলায় একটি রুমে থাকার ব্যবস্থা করে দেন। উক্ত রুমে বন্যা কবলিত হয়ে ধর্ষণ চেষ্টাকারী মোঃ বাবু বসবাস করতো।
গত ৩১ আগষ্ট রাত আনুমানিক ১১.৪৫ ঘটিকায় মো: বাবু শয়ন কক্ষের ভিতর তার মেয়েকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। তার মেয়ে চিৎকার করলে মোঃ বাবু তাকে প্রাণে মেরে ফেলার ভয়ভীতি দেখায়। পরবর্তীতে মেয়েটি তার বাবা এবং মাকে বিষয়টি জানায়। এব্যাপারে মেয়ের বাবা ১ সেপ্টেম্বর ব্রাহ্মণপাড়া থানায় একটি ধর্ষণ চেস্টা মামলার অভিযোগ দায়ের করেলে অভিযুক্ত মোঃ বাবুকে গ্রফতার করে।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। সংবাদ প্রকাশঃ =০১-৯-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=