সিটিভি নিউজ।। ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ):—————-
নওগাঁর পত্নীতলায় ‘গর্জে উঠলে ছাত্র সমাজ, বদলে যাবে ইতিহাস’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে- সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে রাষ্ট্র সংস্কার করণে একতাবদ্ধ শপথের মাধ্যমে শিক্ষার্থী সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৪ টায় উপজেলা সদর নজিপুর পাবলিক মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য মামুনুর রেজা স্বাধীনের সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন- বামইল সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেন, বাকরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাছের আলী, খিরসীন এক.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম মোর্শেদুল ইসলাম, নজিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাহার আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্যাতিত (গুলিবিদ্ধ) ছাত্র কাজী নাজমুল, মুক্তারুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাকিব, উপজেলা অন্যতম ছাত্র মিজানুর, মেহের রাব্বি, সুমাইয়া জান্নাত প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোস্তফা মারুফ, ইমার খাঁন, পত্নীতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর কবির প্রমুখ।
উক্ত সভায় ধামইরহাট-পত্নীতলা উপজেলার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১০ হাজার মানুষ অংশগ্রহণ করেন। সংবাদ প্রকাশঃ ৩১-৮-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=