Wednesday, January 22, 2025
spot_img
More

    ব্রাহ্মণপাড়ায় বন্যার পানি কমতে শুরু করলেও কমছে না দুর্ভোগ

    সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান =====
    কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যার পানি কমতে শুরু করেছে। গোমতী নদী ও সালদা নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হওয়ায় এবং বৃষ্টিপাত কম হওয়ায় বন্যার পানি কিছুটা কমছে। কিন্তু ধীর গতিতে পানি কমায় এখনো বাড়ি ঘর পানির নিচে তলিয়ে আছে। ফলে দুর্ভোগ এখনো কমেনি বন্যা কবলিত মানুষের। এছাড়া রাস্তাঘাট এখনো পানির নিচে তলিয়ে আছে কোন কোন রাস্তা সামান্য ভেসে উঠলেও বন্যার ক্ষতচিহ্ন রয়ে গেছে রাস্তার উপরে।

    উপজেলার নাইঘর, ধান্যদৌল, নাগাইশ, বড়ধুশিয়া, সবুজপাড়া, চারিপাড়া, সাজঘর দেউস, শান্তিনগর, রামচন্দ্রপুর, টাটেরা, ছাতিয়ানি, মানরা, গজারিয়া, শিদলাই, মালাপাড়া, আসাদনগর, সাহেবাবাদ গ্রামসহ ৮ ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রাম এখনো পানির উপর ভাসছে।

    ধান্যদৌল গ্রামের জিয়ার বাড়ির বাসিন্দা মোস্তফা মিয়া বলেন, ঘর থেকে পানি নেমে গেলেও উঠানে এখনো হাঁটুর উপরে পানি। গবাদিপশু গুলো অন্যের বাড়ির উচু স্থানে বেঁধে রেখেছি। গরুর খাদ্যের প্রচন্ড অভাব। এছাড়া পরিবার-পরিজন আশ্রয়ন কেন্দ্রে আছে। এখনো বাড়ি ফেরার মতন অবস্থা হয়নি।কবে বাড়ি যেতি পারি আল্লাহ ভাল জানেন।

    নাগাইশ গ্রামের মিজান মিয়া নামের অপর একজন বলেন, গত এক সপ্তাহ ধরে পানিবন্দী। পরিবারের সবাইকে আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। বাড়িঘর দেখাশোনার জন্য কষ্ট করি বাড়িতে থেকে গেছি। পানি যে ধীরগতিতে কমছে পরিস্থিতির উন্নতি হতে সময় লাগবে।

    ব্রাহ্মণপাড়া উপজেলার আশ্রয়কেন্দ্র গুলোতে
    প্রায় ৫০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। আশ্রয়ানে ও বন্যার্ত মানুষের মাঝে প্রচুর পরিমাণে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এছাড়া বিভিন্ন আশ্রয়ানে সরকারি, বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে চিকিৎসা এবং ফ্রি ঔষধ বিতরণ করা হচ্ছে। এরই মধ্যে ও দেখা দিয়েছে আশ্রয়কেন্দ্র ও বন্যার্তদের মাঝে পানিবাহিত নানা রোগ।সংবাদ প্রকাশঃ ৩১-৮-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments