Tuesday, September 17, 2024
spot_img
More

    রাশিয়ার কাছে বিনামূল্যে ৩০ হাজার টন গম চান স্বরাষ্ট্র উপদেষ্টা

    সিটিভি নিউজ।। বাংলাদেশকে ৩০ হাজার টন পটাশ সার বিনামূল্যে দেয়ার কথা জানিয়েছে রাশিয়া। পাশাপাশি দেশটির কাছে বিনামূল্যে ৩০ হাজার টন গম সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে সাক্ষাৎকালে এ সহায়তার কথা জানান উপদেষ্টা।

    সাক্ষাৎকালে কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং সাইবার সিকিউরিটি ও ফরেনসিক ল্যাবের আধুনিকায়ন আর সক্ষমতা বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোকপাত করা হয়।
    বৈঠকে উপদেষ্টা বলেন, ‘রাশিয়া বাংলাদেশে গম ও সার সরবরাহকারী অন্যতম দেশ। জি টু জি ভিত্তিতে রাশিয়া থেকে গম ও সার আমদানি করা হয়। বাংলাদেশ এরইমধ্যে ২.৬ মিলিয়ন টন গম আমদানির টাকা পরিশোধ করেছে। বন্যাসহ বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে আমদানিকৃত গমের সবশেষ চালানের টাকা পরিশোধ সম্ভব হয়নি। সার্বিক দিক বিবেচনায় বাংলাদেশে গম ও সার সরবরাহ অব্যাহত রাখার অনুরোধ জানাচ্ছি।’রাষ্ট্রদূত এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে লিখিত আকারে রাশিয়াকে অবহিতকরণের অনুরোধ করেন। সেক্ষেত্রে বিবেচনার আশ্বাস দেন তিনি।

    উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘বিদ্যমান বন্যা পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।’

    আলেকজান্ডার মান্টিটস্কি বাংলাদেশের সাইবার সিকিউরিটি এবং ফরেনসিক ল্যাবের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে দুদেশের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরো এক ধাপ এগিয়ে নেয়ার আহ্বান জানান। উপদেষ্টা একমত প্রকাশ করে বলেন, ‘ভবিষ্যতে এ খাতে সহযোগিতা আরো বৃদ্ধি করা হবে।’ সংবাদ প্রকাশঃ =২৯-৮-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments