সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে আড়াইহাজারে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে বাড়িঘরের হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় সাবেক হুইপ ও স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবুসহ ১৯৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মামলায় ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে আড়াইহাজার থানায় মোঃ নাজমুল ইসলাম রনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।
মামলায় সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, তার ছোট ভাই দুপ্তারা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হোসেন, সাতগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ অদুদসহ ১৯৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় বাদী রনি জানান, আন্দোলন চলাকালীন সময়ে আসামিরা বাড়িতে প্রবেশ করে ভাংচুর, লুটপাট চালায়। এসময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে তারা। ভাংচুরের ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। এছাড়াও প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকার নগদ অর্থ ও মালামাল লুট করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি। সংবাদ প্রকাশঃ ২৮-৮-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=