সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ===
কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া দুই উপজেলার মানুষ একটু আশ্রয়ের জন্য মানুষ চারদিকে ছুটাছুটি করছে। রাস্তা ঘাট ও ঘর বাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় পানিবন্দি হয়ে হাজার হাজার মানুষ একটু আশ্রয়ের জন্য আত্মীয়-স্বজন, উচু ভবন কিংবা স্কুল, কলেজ আশ্রয়ন কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
গোমতী নদীর বাঁধ ভেঙ্গে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় লোকালয়ে পানি প্রবেশ করছে অন্যদিকে সালদা নদীর বাঁধ ভাঙ্গে ও উজান ধেকে বিভিন্ন খাল দ্বারা পানি প্রবেশ করায় বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সবগুলো গ্রাম পানিতে তলিয়ে গেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর, বাগড়া, মানরা, ধান্যদৌল, বড়ধুশিয়া, কালামুড়িয়া, নাগাইশ, চান্দলা, সাজঘর, দেউস, চৌব্বাস, চরের পাথর,মন্দবাগ,করিমপুর,গজারিয়া,রামচন্দ্রপুর, টাটেরা, ছাতিয়ানিসহ উপজেলার প্রতিটি গ্রামের প্রতিটি বাড়ির কোন স্থানে হাটু পানি, কোন বাড়িতে কোমর পানি।
পানিবন্দি লোকজন তাদের পরিহিত কাপড় নিয়ে নিজ নিজে নারী পুরুষ বাড়ী ঘর ছেরে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। অনেকে তাদের জরুরী জিনিসপত্র ও গবাদী পশু, গরু, ছাগল, হাস মোরগী নিয়ে আসতে দেখা যায়।
দুই উপজেলার শতশত পুকুরের মাছ, মুরগীর খামার পানিতে ভেসে গেছে। লোকালয়ে পানি আরও বৃদ্ধি পাচ্ছে।
কুমিল্লা-মিরপুর সড়কের ভরাসার বাজার থেকে টাটেরা পর্যন্ত ৩/৪ ফুট পানির নিচে তলিয়ে গেছে। ব্রাহ্মণপাড়ার সকল যাবাহন ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কে চলাচল করছে।
গতকাল বিকেলে এরিপোর্ট লেখা পর্যন্ত আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন বাসা-বাড়িতে কমপক্ষে অর্ধ সহস্রাদিক লোক আশ্রয় নিয়েছে। এসময় তাদের বিভিন্ন বাহিনী ও সংগঠনের পক্ষ থেকে পানি বিশুদ্ধকরণ টেবলেট,শুকনো খাবার ও খিচুড়ী বিতরণ করতে দেখা গেছে।
বন্যা কবোলিত গ্রামগুলোর অসহায় মানুষ গুলোকে বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার কাজ করছে।তাদের সাহায্যার্থে সহযোগীতার হাত বাড়ায় ফায়ার সার্ভিস,রেডক্রিসেন্ট,উপজেলা প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি,বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তারা উদ্ধার তৎপরতাসহ শুকনো খাবার, খিচুড়ি, চিকিৎসা সামগ্রী,পানি বিশুদ্ধ করণ টেবলেট নিয়ে দুর্গতদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত শুকনো খাবার,পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট ঔষধ বিতরণ করা হচ্ছে।ঝুকির মধ্যে থাকা সকল জনসাধারণকে নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে (সকল শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রয়েছে) নিরাপদ আশ্রয় গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া কয়েকটি সেচ্ছা সেবী সংঘঠন বন্যা কবলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সংবাদ প্রকাশঃ =২৬-৮-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=