Friday, January 24, 2025
spot_img
More

    পরিবহন কাউন্টারে ভাংচুর অগ্নিসংযোগ ঘটনায় কালীগঞ্জে আরো একটি মামলা। অভিযোগ আ’লীগের সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যান সহ ৯০ জনের বিরুদ্ধে

    সিটিভি নিউজ।। ঝিনাইদহ প্রতিনিধি=====
    ঝিনাইদহের কালীগঞ্জে পরিবহন কাউন্টার অগ্নিসংযোগের ঘটনায় আ’লীগ নেতা ও সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে ১নং আসামী করে ৮৩ জনের নামে ও অজ্ঞাত আরও ৮০/৯০ জনের বিরুদ্ধে থানাতে আরো একটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় আ’লীগের উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, এমপির পিএস ও উপজেলার প্রায় সবকটি ইউপির চেয়ারম্যানদেরও আসামী করা হয়েছে। শনিবার রাতে কালীগঞ্জ শহরের পূর্বাশা পরিবহন কাউন্টারের মালিক ব্যাবসায়ী এ কে এম খালেদ সাইফুল্ল্যাহ বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। মামলা নং- ১১। তাং -২৪/০৮/২৪। উল্লেখ্য, এ নিয়ে গত দু’দিনে আ’লীগের জনপ্রতিনিধি ও নেতাকমীদের বিরুদ্ধে পর পর দুইটি মামলা দায়ের হয়েছে।
    শনিবার রাতে বাদীর দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন ও বিএনপি সহ সাধারন জনতার উপর ত্রাস সৃষ্টি করতে আসামীরা গত ৪ আগষ্ট বিকালে শহরে মিছিল বের করে। সন্ত্রাসীরা বোমা, রামদা ও লাঠিসোঠা সহ দেশিয় অস্ত্র নিয়ে বাদীর মালিকানাধীন শহরের মেইন বাসষ্টান্ডে পূর্বাশা কাউন্টারে হামলা চালায়। তারা কাউন্টারের মধ্যে ৮/১০ টি বোমার বিস্ফোরন ও আগুন দিয়ে আসবাবপত্র জ¦ালিয়ে দেয়। এ সময় তিনি পালিয়ে রক্ষা পেলেও আগুনে তার পূর্বাশা কাউন্টারের ১৫টি চেয়ার, ২টি টেবিল, ১টি কম্পিউটার ও প্রিন্টার পুড়ে দুই লক্ষ টাকার ক্ষতিসাধন হয়।
    উল্লেখ্য, ওই ঘটনার ২১ দিন পর শনিবার দিবাগত রাত ১০ টায় বাদী ওই এজাহারটি দাখিল করেন। তার দায়েরকৃত মামলায় অভিযুক্ত আসামীদের মধ্যে উল্লেখযোগ্য, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শিবলী নোমানী, পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম, উপজেলা শ্রমিক লীগের সম্পাদক গোলাম রসুল, আ’লীগের সাবেক এমপির পিএস আব্দুর রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, আ’লীগ নেতা রাশেদ শমসের, সাবেক জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন, উপজেলার প্রায় সবকটি ইউনিয়নের চেয়ারম্যান. মেম্বর ও একাধিক পৌর কাউন্সিলর সহ ৮৩ জন আ’লীগের নেতাকর্মীর নাম রয়েছে।
    কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) মানিক চন্দ্র গাইন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, জনৈক্য খালেদ সাইফুল্লাহর দায়েরকৃত মামলাটি রেকর্ড করা হয়েছে। পুলিশ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান তিনি। (ফাইল ফটো) সংবাদ প্রকাশঃ =২৬-৮-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments