Friday, December 27, 2024
spot_img
More

    ব্রাহ্মননপাড়া ও বুড়িচংয়ে আতঙ্কে কাটছে গোমতীপাড়ের লক্ষাধিক মানুষের দিনরাত প্রতিরক্ষা বাঁধে ছুঁই ছুঁই পানি

    সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান ====
    কুমিল্লার প্রধান নদী গোমতীর ব্রাহ্মনপাড়া ও বুড়িচং অংশের কমপক্ষে ৩৫টি স্থানে গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধে ছুঁই ছুঁই করছে করছে পানি। এসব স্থানের বেশ কিছু অংশ দিয়ে পানি চুইয়ে বের হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে নদী পাড়ের কমপক্ষে লক্ষাধিক মানুষ। তারা স্বেচ্ছাশ্রমে ,কেউবা নিজ উদ্যোগে দলবদ্ধ হয়ে রাত-দিন প্লাষ্টিকের বস্তায় মাটি ভর্তি করে ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতের আপ্রান চেষ্টার পাশাপাশি দল বেধে পাহারাও দিচ্ছে।
    গোমতী নদীটি কুমিল্লার ৭টি উপজেলা দিয়ে প্রবাহিত হয়ে দাউদকান্দির সাপটায় মেঘনা নদীতে মিলিত হয়েছে। নদীটির প্রায় ১৫ কিলোমিটার অংশজুড়ে রয়েছে বুড়িচং উপজেলার অবস্থান। প্রতিবছর রাজনৈতিক পরিচয়ে প্রশাসনের অসাদূ কর্মকর্তাদের সহযোগীতায় প্রভাবশালী চক্রের লোকজন সরকারী নিয়ম উপেক্ষা করে অবাধে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও মাটি কেটে ভারী ট্রাক দিয়ে সেই বালু ও মাটি বিভিন্নস্থানে পরিবহন করায় চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল নদীর প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থান। সম্প্রতি অতিরিক্ত বৃষ্টির সাথে ভারত থেকে আসা উজানের ঢলে নদীটির পানি বৃদ্ধি পেয়ে বিপদজনক অবস্থায় চলে আসে। এসময় নদীটির দু’তীরের ব্রাহ্মনপাড়া ও বুড়িচং উপজেলার মালাপাড়া,বৃষ্টিপুর,অলুয়া,রামনগর, বাবুরবাজার, বরইয়ারচর, কামারখাড়া,বালিখাড়া, নানুয়ারবাজার, পূর্বহুরা, মিথিলাপুর, বুড়বুড়িয়া,শ্রীপুর,বাহেরচর, গোবিন্দপুর, কোমাল্লা,শামপুর,মনোহরপুর,আমতলী, ভান্তি, ছয়গুড়িয়া,কাইচ্চাতলী,ফরিজপুর,মিরপুর,কাঁঠালিয়া, কিংবাজেহুরা,বাজেবাহেরচর,এতবারপুর,কুসুমপুর,রামচন্দ্রপুর,হাসনাবাদ,কংশনগর এলাকার বিভিন্ন পয়েন্ট প্রতিরক্ষা বাঁধে পানি ছুঁইছুঁইসহ বেশ কয়েকটি স্থানে পানি চুইয়ে বের হতে থাকলে আতঙ্কিত হয়ে উঠে নদীপাড়ের প্রায় লক্ষাধিক মানুষ। পানি বন্দী হয়ে রয়েছে এখনো কিংবাজেহুরা,বরইয়ারচর ও রামচন্দ্রপুরের প্রায় দুহাজার হাজার মানুষ। এসব মানুষ প্রথম দিয়ে বাড়ি ঘরের মুল্যবান মালামালসহ গবাদিপশু নিয়ে নিরাপদে সরে গেলেও এদের বিরাট একটা অংশ স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতে দিনরাত চেষ্টা করছে। প্রশাসন থেকেও চলছে বাঁধের রক্ষনাবেক্ষনে নানা তৎপরতা। পানি বন্দী মানুষের জন্য এগিয়ে এসেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব হাজি মোঃ জসিম উদ্দিন। তিনি বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কোমাল্লা ,গোবিন্দপুর,বুরইয়ারচর,কুসুমপুর,কামারখাড়া গ্রামের প্রায় ৬ শতাধিক পানি বন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরন করেন। পরিবারের বিষয়টি জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওলায়িউজ্জামান বলেন, সন্ধ্যা ৭ টায় নদীটির পানি বিপদ সীমার ১২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি আরো বলেন, এমুহুর্তে জেলা সদরের টিক্কাচর,চাঁনপুর এবং বুড়িচংয়ের কামারখাড়া এলাকায় একটি স্লুইস গেট দিয়ে পানি বের হওয়া নিয়ন্ত্রনের চেষ্টা চলছে। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার শাহিদা আক্তার জানান, রামচন্দ্রপুর ও কিংবাজেহুরা এলাকায় প্রায় দেড় হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। অনেক আশ্রিতদের আশ্রয় কেন্দ্রে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ শুকনো খাবারের ব্যবস্থাসহ বাধঁ মেরামত ও সার্বিক কাজে সেনাবাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী,বিএনসিসি,রেডক্রিসেন্ট,বৈষম্যবিরোধী ছাত্র,স্কাউট প্রতিনিধিরা উপজেলা প্রশাসনের সহযোগীতায় জনগণের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছেন। সংবাদ প্রকাশঃ =২৩-৮-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments