সিটিভি নিউজ ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি ==============
কুমিল্লার জেলার সীমান্তে ও ব্রাহ্মণবাড়ীয় জেলার শুরুতে অর্থাৎ দুই জেলার মাঝখানে দিয়ে প্রবাহিত সালদানদী নদীটি ২৩ আগষ্ট সকালে বাগড়া মাদ্রাসা সংলগ্ন এলাকা দিয়ে নদীর বাধ ভেঙে ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া, মানরা, নাগাইশ, বড়ধুশিয়া, চান্দলা,নাইঘর সহ উপজেলার সর্বত্র পানি লোকালয়ে প্রবেশ করেছে ফলে এইসব এলাকার হাজার হাজার লোকজন পানি বন্ধী হয়ে পরেছে। একদিকে গোমতী নদীর বাঁধ ভাঙ্গে বুড়িচং ব্রাহ্মনপাড়া লোকজন লোকজন পানি বন্ধী অন্যদিকে সালদানদীর নদীর বাঁধ ভাঙ্গে ব্রাহ্মনপাড়ায় লোকালয়ে প্লাবিত হওয়ায় মনে হচ্ছে মরার উপর খেরার গা, পানি বন্ধী এলাকার লোকজন তাদের পরিহিত কাপড় শুকনো খাবার নিয়ে নিজ নিজে নারী পুরুষ বাড়ী ঘর ছেরে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে, অনেকে তাদের গবাদী পশু গরু ছাগল, হাস মোরগী নিয়ে আসতে দেখা যাচ্ছে, দুই উপজেলার হাজার হাজার পুকুরের মাছ বানের পানিতে বেসে যাচ্ছে।
এখনও বহু মানুষ ঘরের ছাদের উপর আশ্রয় নিয়েছে, লোকালয়ে হু হু করে পানি বৃদ্ধি পাচ্ছে। ব্রাহ্মনপাড়া উপজেলার সর্বত্র পানি বাড়তে শুরু করেছে, মানুষের মাধ্যে আতংক বিরাজ করছে, কুমিল্লা বুড়িচং ব্রাহ্মনপাড়া সড়কের ভড়াষার বাজার থেকে বুড়িচং ব্রাক অফিস
পর্যন্ত রাস্তার উপর প্রায় স্থানে ৩/৪ ফুট পানি যাহার ফলশ্রুতিতে এই রাস্তা দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল করছেনা। সংবাদ প্রকাশঃ =২৩-৮-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
ব্রাহ্মণপাড়ার সালদানদী ভাঙ্গা পরে লোকালয় প্লাবিত পানি বন্ধী হাজার হাজার লোক
আরো সংবাদ পড়ুন