সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ====
ব্রাহ্মণপাড়ায় টানা বৃষ্টিতে আমনের চারার বীজতলা এখন পানির নিচে। বৃষ্টি ও উজান থেকে পানি বৃদ্ধি পাওয়ায় আমনের বীজ পঁচে যাওয়ার উপক্রম হয়েছে। গত ৫ দিন টানা বৃষ্টির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েক দিনের টানা বৃষ্টি ও পানি বাড়ার কারণে হুমকির মুখে পড়েছে উপজেলার ৮ ইউনিয়নের আমনের বীজতলা। অধিকাংশ বীজতলা তলিয়ে গেছে এবং বাকী অবশিষ্ট বীজতলাও তলিয়ে যাওয়ার আশঙ্কা স্থানীয় চাষিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলা ৫ হাজার ৪৩০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।শ্রাবনের শেষের দিকে জমি তৈরির প্রস্তুতিও নিয়েছেন অনেক কৃষক। তবে বীজতলায় পানি লেগে নষ্ট হয়ে গেছে অনেক বীজতলা। এতে লোকসানের মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে উপজেলার কৃষকদের মধ্যে। স্থানীয় আমনচাষিরা বলছেন, এখনও যদি বৃষ্টি না হয়ে তবে উঁচু জমিতে পতিত বীজতলা তেমন একটা ক্ষতি হবে না।
ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা, সিদলাই, শশীদল, মাধবপুর,সাহেবাবাদসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় টানা ৪ চার দিনের বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় আমনের অধিকাংশ বীজতলা তলিয়ে গেছে। কৃষক আবুল হোসেন, করিম, রকিব,জুলফু মিয়াসহ আরও অনেকেই জানান,আমরা বীজতলা তৈরি করেছি এর মধ্যে শুরু হয় টানা বৃষ্টি জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সেই বীজ পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দু-এক দিনের মধ্যে পানি না নামলে সেখানের সব বীজ নষ্ট হয়ে যাবে। নতুন করে বীজতলা তৈরির সময়ও নেই। সে ক্ষেত্রে আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ার পাশাপাশি চাষিরা লোকসানের মুখে পড়বেন।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি অফিসার মাসুদ রানা বলেন, টানা বৃষ্টির কারনে আমনের বীজতলা ও আবাদের কিছুটা ক্ষতির আশংকা রয়েছে। তবে এখন আর বৃষ্টি না হলে কৃষক তা পুষিয়ে নিতে পারবে। সংবাদ প্রকাশঃ =২২-৮-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=