সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লার পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বাঁশ ফেলে ঢাকা-সিলেট মহাসড়ক ৫ ঘন্টা অবরোধ করে রাখে। এতে সড়কের উভয় পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তির শিকার হন যাত্রী সাধারণ থেকে শুরু করে পথচারীরাও। শিক্ষার্থীদের অব্যাহত বিক্ষোভের মুখে অবশেষে অধ্যক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও আহসান মাহমুদ রাসেল ।
সোমবার (১৯ আগষ্ট) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিকালে অধ্যক্ষ পদত্যাগ পত্র জমা দেন ।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, বিগত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা ছাত্র-ছাত্রীদের আন্দোলনে যেতে দেননি। কেউ গেলে তার ছাত্রত্ব বাতিল করাসহ হামলা মামলার হুমকি ধামকি দিতেন। শুধু তাই নয়, তিনি অন্যায়ভাবে ছাত্রছাত্রীদের কাছ থেকে নিয়মের বাইরে অতিরিক্ত টাকা আদায় করেছেন। শিক্ষার মান উন্নয়নে তেমন কোন ভ‚মিকা রাখেননি। প্রতিষ্ঠানের শিক্ষকদের নানাভাবে নির্যাতন হুমকি ধামকি দেখিয়েছেন। তার নিজস্ব নিয়মে প্রতিষ্ঠানটি চালিয়েছেন। দুর্নীতি ও অনিয়ম করে কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছেন। অবিলম্বে আব্দুল আউয়াল মোল্লার পদত্যাগ দাবি অব্যাহত রেখেছেন বিক্ষুদ্ধরা।
শিক্ষার্থীরা আরো জানান, গত দুদিন ধরেই ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আউয়াল মোল্লার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন। আর ওই বিক্ষোভের মুখে গতকাল সোমবার বিকালে নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
এ বিষয়ে ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেন, শারীরিক অসুস্থতার কারণে স্বেচ্ছায় আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। সংবাদ প্রকাশঃ =১৮-৮-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
রূপগঞ্জে বাঁশ ফেলে শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অবশেষে অধ্যক্ষের পদত্যাগ
আরো সংবাদ পড়ুন