Wednesday, January 8, 2025
spot_img
More

    কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক হারুনুর রশীদের ইন্তেকাল

    সিটিভি নিউজ।। সংবাদ প্রেরক: মো: এমদাদুল হক সোহাগ নিজস্ব প্রতিবেদক: =========
    বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক মোঃ হারুনুর রশীদ ভূইয়া মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

    তিনি কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর বড়হাঙ্গীনার ঐতিহ্যবাহী ভূইয়া বাড়ির মরহুম আবদুর রহমান ভূইয়ার বড় ছেলে ছিলেন। চাকরী জীবনের অধিকাংশ সময় তিনি ফেনী জেলার বিভিন্ন ব্রাঞ্চে চাকরি করেছেন। পরবর্তিতে কুমিল্লার লাকসাম ও বরুড়ার আড্ডা বাজার ব্রাঞ্চে কর্মরত থেকে অবসরে যান। তিনি কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় দীর্ঘ কয়েক বছর বসবাস করেছেন, অবসর পরবর্তীতে গ্রামের বাড়িতে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। তিনি বাছাইছড়ি রেঁনেসা প্রি ক্যাডেট স্কুলের সভাপতি ও শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিলেন, বাতাইছড়ি জামে মসজিদের সেক্রেটারি ছিলেন। এছাড়াও তিনি কৃষি ব্যাংকে চাকরি জীবন শুরু করার আগে বাতাইছড়ি দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। এলাকায় সামাজিক কর্মকান্ড সহ শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রেখেছেন।

    হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার সন্ধ্যায় রাজধানী ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত রোববার তিনি প্রথম ম্যাসিভ হার্ট অ্যাটাক করেন, পরে প্রথমে কুমিল্লা নগরীর সিডি প্যাথ হসপিটালে এবং পরবর্তীতে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। ১৯ আগষ্ট সোমবার তাঁর এনজিওগ্রাম ও হার্টে রিং পড়ানোর কথা ছিলো। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
    এদিকে মরহুমের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার বাদ জোহর বাতাইছড়ি জামে মসজিদে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে বক্তব্য রাখেন, ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, মরহুমের ভগ্নিপতি মোঃ শাহ আলম, সাবেক ব্যাংক কর্মকর্তা আবদুল মোমিন, মরহুমের বড় মেয়ের জামাতা কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সাংবাদিক মোঃ এমদাদুল হক সোহাগ, মরহুমের একমাত্র ছেলে ফাহিম শাহরিয়ার ভূইয়া তুষার প্রমুখ।

    জানাযা শেষে পারিবারিক কবস্থানে তাকে দাফন করা হয়।
    সংবাদ প্রকাশঃ =১৮-৮-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments