Friday, September 20, 2024
spot_img
More

    দেবীদ্বারে আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১; নারীসহ আহত-৩৫ ঘরবাড়ি ভাংচুর

    সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি ==============
    কুমিল্লার দেবীদ্বারে সালিসে দুই গ্রæপের সংঘর্ষে মোঃ সিদ্দিকুর রহমান(৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম রয়েছে। অপরদিকে বিকেল সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা এবং বিএনপি কুমিল্লা উত্তর জেলা সদস্য সচিব এএফএম তারেক মূন্সী নিহতের বাড়ি ও ভাংচুর হওয়া বাড়ি পরিদর্শনে যান।
    স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট সরকার পতনের পর উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে আনন্দ মিছিল নিয়ে বের হয় ছাত্র জনতা। এ সময় আ’লীগের সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল এর সমর্থকরা সদ্য সাবেক এমপি আবুল কালাম আজাদ এর কর্মী আমির হোসেন মেম্বারের অফিস ভাংচুর করে। পরে গত ১২ আগস্ট আমির মেম্বারের কর্মীরা প্রতিপক্ষের সামাউন নামে একজনকে মারধর করে। ফের গত ১৫ আগস্ট সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল এর সমর্থকরা আমির মেম্বারের শামিম(১৪) নামে এক সমর্থককে মারধর করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে। সেই পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৬ আগস্ট) সকাল ৮টায় সাইচাপাড়া বাজারে একটি সমঝতা বৈঠকের আয়োজন করা হয়।
    ওই বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে আবারো দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল এর সমর্থক মোঃ সিদ্দিকুর রহমানকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের আবুল কালাম এমপির সমর্থকরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওইখানে সকাল ১০টায় সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়।
    নিহত সিদ্দিকুর রহমান সাইচাইপাড়া গ্রামের গাবুদ্দিত বাড়ির মৃত আব্দুস কুদ্দুস মিয়ার ছেলে, পেশায় একজন অটো রিক্সা চালক। এছাড়াও সংঘর্ষে নারীসহ আরো কমপক্ষে উভয় পক্ষের ৩০/৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় সদ্য সাবেক এমপি আবুল কালাম আজাদ এর সমর্থক, আমির মেম্বারের কর্মীরা প্রতিপক্ষের ৫টি ঘরবাড়ি ভাংচুর করে।
    স্থানীয় বিএনপি সমর্থক মো. সেলিম মিয়া ও মো. জামাল হোসেন দাবী করেন নিহত সিদ্দিকিুর রহমান বিএনপি সমর্থক ছিলেন।
    অপর দিকে সাইচা পাড়া গ্রামের প্রবীণ ব্যক্তি আলী হোসেন দাবী করেন সংঘর্ষে লিপ্ত বিবাদমান দু’গ্রæপের সমর্থকগন এক সময়ে বিএনপির সমর্থক ছিলেন। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর গত সংসদ নির্বাচনে নিহত সিদ্দিকুর রহমানের সমর্থকগন রাজী ফখরুল এমপির সমর্থক এবং আমির হোসেন মেম্বার সদ্য বিদায়ী আওয়ামীলীগের এমপি আবুল কালাম আজাদের সমর্থক ছিলেন। মূলত সংঘর্ষটি বাঁধে ৫ আগস্ট সরকার পতনের পর।
    সাবেক এমপি আবুল কালাম আজাদ সমর্থক আমির হোসেন মেম্বারের অত্যাচারে সাবেক এমপি রাজী ফখরুল সমর্থকরা গত ৭ মাস ধরে সাইচা পাড়া বাজারে আসার সুযোগ পেতনা। তাই সরকার পতনের দিন রাজী ফখরুল এমপির সমর্থকগন কালাম এমপির সমর্থক আমির হোসেন মেম্বারের অফিস ভাংচুর করে। আওয়ামীলীগের সাবেক এমপি রাজী ফখরুল সমর্থক ও সদ্য বিদায়ি আওয়ামীলীগের এমপি মো. আবুল কালাম আজাদ সমর্থকদের মধ্যে উত্তেজনা চলতে থাকে। আজকের ঘটনায় তার চুরান্ত রুপ নেয়।
    এ ব্যাপারে দেবীদ্বার থানার ওসি নয়ন মিয়া জানান, সাইচাপাড়া গ্রামে দুই গ্রæপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম রয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত রাত পৌনে ৮টায় মামলা হয়নি। সংবাদ প্রকাশঃ =১৭-৮-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments