সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান =====
ব্রাহ্মণপাড়া উপজেলায় কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতার কারণে মুদি দোকানে দীর্ঘদিন যাবত বিক্রি হচ্ছে কীটনাশক। স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশু ছাত্র-ছাত্রীসহ এলাকার সাধারণ জনগণ। এছাড়াও কীটনাশক সহজলভ্য হওয়ায় তরুণ তরুণীরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। গত বছর উপজেলায় ৩৫ জন আত্মহত্যা করেছেন, সরকারী হিসেবের বাহিরেও আত্মহত্যা পরিমান দ্বিগুণ হবে বলে জানান এলাকাবাসী। ব্রাহ্মণপাড়া উপজেলায় বেশির ভাগই তরুনী আত্মহত্যা করেন তাদের বয়স ১২ থেকে ১৮ বছর। পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করেন বলে জানা গেছে। উপজেলায় সবকয়টি ইউনিয়নে দীর্ঘদিন মুদি দোকানসহ বিভিন্ন ভেরাইটিস দোকান কীটনাশকের এ ব্যবসা করলেও উপজেলা কৃষি বিভাগ এবং কর্তৃপক্ষের নীরব ভূমিকা দেখে এলাকাবাসী হতবাক!
সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজার গিয়ে দেখা যায় মুদি-মনোহরিসহ শিশুদের বিভিন্ন ধরণের খাবার রয়েছে। এসব খাবারের সাথে দোকানের গ্যালারিতে সাজানো রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার কীটনাশক।
এ ব্যপারে নাম প্রকাশে অনিচ্ছুক চান্দলা বাজারের কয়েকজন লোক জানান,বাজারে অনেক মুদি দোকানে কীটনাশক বিক্রি করার অনুমতি না থাকলেও তিনি দীর্ঘ দিন যাবত ক্ষমতা দেখিয়ে এসব কীটনাশক বিক্রি করে থাকেন।
এ ব্যাপারে জানতে চাইলে কুমিল্লা জজকোর্টের আইনজীবী এডভোকেট আবদুল আলীম খান বলেন, কীটনাশক বিক্রির জন্য কিছু শর্ত সাপেক্ষে কীটনাশক বিক্রির লাইসেন্স দেওয়া হয়। বিক্রয়কৃত কীটনাশক বিক্রয় রেজিস্ট্রারে ক্রেতার নাম লিপিবদ্ধ করতে হয়, কোনো অবস্থাতে শিশু ও পাগলের নিকট বিক্রয় করতে পারবে না আর এখানে আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে মুদি দোকানে কীটনাশক বিক্রি করছে। যেখানে মানুষের খাবার আছে সে সব দোকানে কোনো ধরনের সার ও কীটনাশক বিক্রি করার কোনো সুযোগ নেই। এখানে লাইসেন্স দেওয়ার কোনো বিধান নেই। যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, কীটনাশক দোকানের লাইসেন্স বাতিল করতে প্রশাসনের দৃষ্টি কামনা করেন তিনি।
এ ব্যপারে উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা বলেন, বিষটি আমার জানা নেই মুদি দোকানে কীটনাশক বিক্রি সম্পূর্ণরূপে অবৈধ।তবে দ্রুত খোঁজখবর নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স,ম,আজহারুল ইসলাম বলেন, মোদি ও ভ্যারাইটিজ দোকানে কীটনাশক বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। যারা এই লাভের আশায় মুদি দোকানে বিক্রি করেন তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। সংবাদ প্রকাশঃ =১৪-৮-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=